শুভব্রত মুখার্জি: আগের দিনই মালয়েশিয়ার বিরুদ্ধে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল ভারতীয় দল। চিন এবং মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয়ের ফলে আগের দিনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ওঠা। এমন আবহেই সোমবার তারা মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়ার। আর এই ম্যাচে রীতিমতো ঘাম ঝরিয়ে জয় পেতে হল ভারতকে। রুদ্ধশ্বাস এক ম্যাচে ভারত ৩-২ ফলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেল ভারতীয় দল। এদিন ভারত অবশ্য ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয়।প্রথম কোয়ার্টারের তখন কেবলমাত্র ৬ মিনিট হয়েছে। ভারতের হয়ে স্কোর করেন নীলকান্ত শর্মা। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। এদিন আর গত ম্যাচের প্রথম গোলদাতা সেলভাম কার্তিকে প্রয়োজন হয়নি ভারতের প্রথম গোল করতে। সুখজিত এদিন দুই ডিফেন্ডারকে কাটিয়ে বেসলাইন থেকে পাস বাড়ান। সেই পাসেই গোল করে ভারতকে লিড এনে দেন নীলকান্ত শর্মা।
তবে ভারতের এই আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। প্রথম কোয়ার্টারেই মাত্র ছয় মিনিট পরে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। তাদের হয়ে গোল করেন সুঙ্গহিউন কিম।
প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় ১-১ ফলে। দ্বিতীয় কোয়ার্টারের আট মিনিট খেলা হওয়ার পরে ২৩ মিনিটে ফের লিড নেয় ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত সিং গোল করে ব্যবধান বাড়ান। গোলরক্ষকের ডান দিক থেকে নিচু শটে তাঁকে পরাস্ত করেন। বিরতির সময়েই স্কোর ছিল ২-১।
বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারেই ব্যবধান বাড়ায় ভারতীয় দল। সামসেরের স্কুপ ধরে বক্সেই দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করে যান মনদীপ সিং। তৃতীয় কোয়ার্টার শেষে ৩-১ ফলে এগিয়ে ছিল ভারত।
চতুর্থ কোয়ার্টারে গোল পেতে মরিয়া হয়ে ওঠে কোরিয়া। ম্যাচের ৫৮তম মিনিটে একটি গোল শোধও করে দেয় কোরিয়া। গোল করেন জিহুন ইয়াং। শেষ মুহূর্তে গোল পরিশোধ করতে চাপ বাড়ায় কোরিয়া। তবে ভারতীয় ডিফেন্ডাররা তাদের নার্ভ ধরে রেখে ৩-২ ফলে ম্যাচ জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।