শুভব্রত মুখার্জি: চিনের হ্যাংঝু-তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমসের লড়াই। ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্সও যথেষ্ট উজ্জ্বল। বিভিন্ন বিভাগে তারা প্রত্যাশার থেকেও ভালো ফল করেছে। তবে এই সবের মাঝেই বৃহস্পতিবার এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে। এশিয়ান গেমসে নামার আগেই একেবারে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করা হয়েছে তিন ভারতীয় অ্যাথলিটের। ফেডারেশনের তরফে জানানো হয়েছে ফিটনেস সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের তরফে ফিটনেস পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করতে না পারার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
এশিয়ান গেমসের জন্য এই তিন অ্যাথলিটের চিন উড়ে যাওয়ার কথা ছিল। তার আগেই করা হয় ফিটনেস পরীক্ষা। জাতীয় ক্যাম্পে করা সেই পরীক্ষায় সফল হতে পারেননি এই তিন অ্যাথলিট। আর সেই কারণেই একেবারে শেষ মুহূর্তে এসে তাদের নাম হ্যাংঝু গেমস থেকে প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। ফিটনেস পরীক্ষায় ফেল করা এই তিন অ্যাথলিট আরোকিয়া রাজীব, রাহুল বেবি এবং আর অরুল। ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্যাম্পে থাকা ক্রীড়াবিদদের পরীক্ষা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে তাদের স্বপ্নের পরিসমাপ্তি ঘটেছে। ফিটনেস পরীক্ষায় ফেল করার কারণে তাদের চিনে যাওয়া আর হবে না। জাকার্তা এশিয়ান গেমসে ৪*৪০০ মিটার মিক্সড রিলেতে ভারতকে সোনা এনে দেওয়া এবং পুরুষদের ৪*৪০০ মিটার রিলেতে ভারতকে রুপো এনে দেওয়া আরোকিয়া রাজীবের এবার চিনে যাওয়া হচ্ছে না। আর বাকি দু'জন যাদের এই সফরে যাওয়া হচ্ছে না, তারা হলেন রাহুল বেবি এবং আর অরুল।’
ফেডারেশনের তরফে আরও জানানো হয়েছে, ‘এই তিন অ্যাথলিটের পারফরম্যান্স তাদের মানের তুলনায় অনেকটাই পড়ে গিয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে তাদেরকে শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তার পরেও তাদের পারফরম্যান্সে উন্নতি না ঘটার ফলেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। এদের মধ্যে মিক্সড রিলে দলের জন্য একজন অ্যাথলিটকে রিজার্ভে রাখা হয়েছিল। বাকি দু'জন রিজার্ভে ছিলেন পুরুষদের ৪*৪০০ মিটার রিলে দলের জন্য।’ গত সপ্তাহে এই পরীক্ষা করেছিলেন তিরুবনন্তপুরমে এলএনসিপিইর বিশেষজ্ঞরা। ক্রীড়াবিদদের পরীক্ষার পরে জানিয়ে দেওয়া হয়, চোট থেকে তাঁরা সম্পূর্ণ মুক্ত হতে পারেননি। আর সেই কারণেই তাদের আর চিনে যাওয়া হচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।