শুভব্রত মুখার্জি: বর্তমান ভারতীয় গল্ফের অন্যতম মুখ অদিতি অশোক। ভারতের তারকা মহিলা গল্ফার চলতি হ্যাংঝু এশিয়ান গেমসে বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন শনিবার পর্যন্ত। সোনা জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে রবিবার অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয় তাঁর। নিজের ছোট্ট ভুলের জন্য রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অদিতি অশোককে। শেষ দিনে অদিতি অশোকের ভাগ্য বদলে যায়। চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তিনি ৭৩ পয়েন্ট স্কোর করতে সক্ষম হন। আর এর ফলে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তবে এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা গল্ফার হিসাবে পদক জয়ের নজির গড়লেন তিনি।
আরও পড়ুন: ইতিহাস গড়লেন ৪০-এর সীমা পুনিয়া, ৪৫ বছর পর লংজাম্পে পদক আনলেন শ্রীশঙ্কর
রবিবার গল্ফের পরিভাষায় '৫ ওভার ৭৭' করে হ্যাংঝুতে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। অন্যদিকে রবিবার লড়াইয়ে নামার আগে অনেকটাই এগিয়ে ছিলেন অদিতি অশোক। সোনা জয় কার্যত তাঁর নিশ্চিত ছিল। সাতটি স্ট্রোকে এগিয়ে ছিলেন তিনি। রবিবার চারটি বগিতে তাঁর সমস্যা হয়। সেখানেই তাঁর অ্যাডভান্টেজ সমস্ত নষ্ট হয়ে যায়। তিনি ডবল বগি স্কোর করেন। পাশাপাশি একটি বার্ডি স্কোর করেন। ফলে দ্বিতীয় স্থানে চলে যান তিনি। তিন দিন প্রথম স্থানে থাকার পর, এদিন দ্বিতীয় স্থানে চলে আসেন অদিতি। ফলে ধাক্কা খায় ভারতীয় দলও। প্রথম স্থান থেকে তারা চলে আসে চতুর্থ স্থানে।
আরও পড়ুন: অ্যাথলেটিক্সে জোড়া সোনা- স্টিপলচেজে ইতিহাস অবিনাশের, শট পাটে ফের বাজিমাত তেজিন্দরের
ভারতের অপর দুই গল্ফার প্রনবি উর্স ৭৫ এবং অবনি প্রশান্ত ৭৬ পয়েন্ট স্কোর করেন। প্রনবি উর্স ১৩তম স্থানে শেষ করেন। অবনি প্রশান্ত ১৮তম স্থানে শেষ করেন। এদিন মেয়েদের গল্ফে সোনা জেতেন থাইল্যান্ডের ২১ বছর বয়সী আর্পিছায়া ওয়াইবোল। তিনি শেষ রাউন্ডে ৬৮ পয়েন্ট স্কোর করেন। এই দিন ব্রোঞ্জ জিতেছেন কোরিয়ার হিউয়ুনজো ইয়ো। তিনি শেষ রাউন্ডে ৬৫ পয়েন্ট স্কোর করেছেন। পুরুষদের গল্ফে অনির্বান লাহিড়ির ভারত সপ্তম স্থানে শেষ করেছে। এই বিভাগে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। রুপো জিতেছে থাইল্যান্ড এবং ব্রোঞ্জ জিতেছে হংকং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।