Asian Games: ১৩ বছর বাদে তিরন্দাজির রিকার্ভে পদক এল ভারতে, ব্রোঞ্জ পেলেন মেয়েরা
Updated: 06 Oct 2023, 10:24 AM ISTAsian Games, Day, Archery- Recurve Women’s Team: ১৩ বছর বাদে তিরন্দাজির রিকার্ভে পদক পেল ভারত। অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং সিমরনজিৎ কৌরের হাত ধরে কাটল খরা। তবে ব্রোঞ্জেই থামতে হয়েছে ভারতের মেয়েদের।
অঙ্কিতা, ভজন এবং সিমরনজিৎ ব্রোঞ্জ পদকের প্লে অফ ম্যাচে ভিয়েতনামকে হারিয়েছে। সেই সঙ্গে তাঁরা রিকার্ভ আর্চারি মহিলা দলের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
পরবর্তী ফটো গ্যালারি