শুভব্রত মুখার্জি: ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। তাঁর ক্যাবিনেটে যত বড় বড় টু্র্নামেন্টের পদক রয়েছে। জ্যাভলিনে তার প্রায় সমস্ত শিরোপাই রয়েছে। এই মুহূর্তে বিশ্ব অ্যাথলেটিক্সেরও অন্যতম সেরা তারকা তিনি। সবেমাত্র শেষ হয়েছে হাংঝাউ এশিয়ান গেমসের আসর। সেই আসরেই ভারতের হয়ে জ্যাভলিনে সোনা জিতেছেন তিনি। পাশাপাশি ভারতের হয়ে এক ইভেন্টেই রুপো পেয়েছেন কিশোর জেনাও। সোনা জয়ের পরেও নীরজের স্পষ্ট বক্তব্য এখনও নিজের সামর্থ্য অনুযায়ী নিজের সেরাটা দিতে পারেননি তিনি।
হরিয়ানার ২৫ বছর বয়সি এই অ্যাথলিটের পরবর্তী টার্গেট অবশ্যই ৯০ মিটারের জাদু মার্ক স্পর্শ করা। লসান ডায়মন্ড লিগ, টোকিয়ো অলিম্পিক গেমস, এশিয়ান গেমসে এই মার্কের কাছাকাছি পৌঁছেও তাঁর স্বপ্নকে ছোঁয়া হয়নি একেবারেই। চলতি মরশুমে অনেকটা সময়ে কুঁচকির চোট নিয়েই খেলতে হয়েছে নীরজকে। তারপরেও তার কোন প্রভাব তাঁর পারফরম্যান্সে পরেনি। এই চোট নিয়েই একের পর টু্র্নামেন্টে সাফল্য পেয়েছেন তিনি। এশিয়ান গেমসের ফাইনালেই ৮৮.৮৮ মিটার ছুঁড়ে বাজিমাত করেছিলেন তিনি। সোনা নিশ্চিত করেও যেন খুশি হতে পারছেন না নীরজ। কোথাও যেন ৯০ মিটার স্পর্শ করতে না পারাটা সমস্যায় রাখছে তাঁকে।
এশিয়ান গেমসে সোনা জয়ের পরে ভার্চুয়াল এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন, ‘আমি খুশি যে আমি নিজেকে অনেকটাই পুশ করেছি। মরশুমটা শেষ করেছি আমার সেরাটা দিয়েই। আমি এটাও ভেবেছি যে আমি যদি ফিট থাকতাম, আমার টেকনিকের পিছনে ১০০ শতাংশ উজাড় করে দিতে পারতাম তাহলে আমি কতটা দূরেই না থ্রো করতে পারতাম! ফলে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি কী করতে পারি। মানসিকভাবে আমি কতটা নিজেকে কতটা প্রস্তুত রাখতে পারি সেটাও গুরুত্বপূর্ণ। আমার সামর্থ্য অনুযায়ী আমি এখনও সেরা পারফরম্যান্স করে উঠতে পারিনি। আমি সেটা ভালোভাবেই জানি। কারণ আমি মনে করি যে আমার সেরা পারফরম্যান্সের থেকে আমি অনেকটাই দূরে রয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।