
'প্রতিদিন ভাবি মাঠে নেমে দেশকে ম্যাচ জেতাতে হবে, আজ সেটা করে দেখাতে পেরেছি', জানালেন ব্রিসবেন টেস্টের নায়ক
১ মিনিটে পড়ুন . Updated: 19 Jan 2021, 04:49 PM IST- ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে গাব্বায় ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ঋষভ পন্ত।
‘এটাই আমার জীবনের সেরা মুহূর্ত।’ টিম ইন্ডিয়াকে গাব্বা টেস্টে জয় এনে দিয়ে জানালেন ঋষভ পন্ত। তাঁর অপরাজিত ৮৯ রানে ভর করেই ভারত ব্রিসবেন টেস্টে ৭ উইকেটে জয় তুলে নেয়। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।
এমন সাফল্যের দিনে পন্ত উল্লেখ করতে ভুললেন না সতীর্থ ও সাপোর্ট স্টাফদের অবদানের কথা। ম্যাচের শেষে ঋষভ বলেন, 'সব সতীর্থরা এবং সাপোর্ট স্টাফরা আমাকে যেভাবে সমর্থন করেছে, এমনকি যখন আমি খেলিনি তখনও যেভাবে পাশে থেকেছে, তাতে আমি ভীষণ খুশি।'
এমন দুরন্ত টেস্ট সিরিজ এবং ভারতের জয়ে নিজের ভূমিকা নিয়ে পন্তের মন্তব্য, ‘এটা স্বপ্নের সিরিজ ছিল। টিম ম্যামেজমেন্ট আমাকে সর্বদা বলেছে যে, তুমি একজন ম্যাচ উইনার। তোমাকে মাঠে নেমে দলকে জেতাতে হবে। আমি প্রত্যেকদিন ভাবতাম মাঠে নেমে ভারতকে ম্যাচ জেতাব। আজ সেটাই করতে পেরেছি।'
কাজটা যে সহজ ছিল না, সেটাও বোঝা যায় ঋষভের কথায়। কীভাবে আসে সাফল্য, সে প্রসঙ্গে পন্ত বলেন, 'পঞ্চম দিনের পিচ। বল ঘুরছিল। আমি নিজেকে বুঝিয়েছিলাম যে, যথাযথ শট বাছাইয়ের পাশাপাশি আমাকে ব্যাট হাতে শৃঙ্খলা দেখা হবে।'