বাংলা নিউজ > ময়দান > AUS vs SL T20: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি, কনকাশনের জেরে সিরিজের বাইরে স্মিথ

AUS vs SL T20: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি, কনকাশনের জেরে সিরিজের বাইরে স্মিথ

বাউন্ডারিতে বল ধরার  লক্ষ্যে উড়ন্ত স্মিথ। ছবি- টুইটার।

শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে আহত হন স্টিভ স্মিথ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিডনির ময়দানে, শ্রীলঙ্কার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ম্যাচ সুভার ওভারে জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের আগো গোড়ায় ছিল উত্তেজনায় ভরপুর। শ্রীলঙ্কা নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ১৮ রান করলেও ম্য়াচ টাই হয়। আর এই ওভারেই বাউন্ডারি রোখার এক অবিশ্বাস্য প্রয়াশেই নিজেকে আহত করে বসেন স্টিভ স্মিথ।

ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে মাহিশ থিকশানা মিড উইকেটের দিকে বল মারেন। সেখানে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের মাথায় অনেকটাই ওপর দিয়েই বল চলে যাচ্ছিল বাউন্ডারির বাইরে। তবে স্মিথ বল বাঁচাতে প্রায় বাজপাখির মতো লাফ দেন। শূন্যেই বল ধরে তা আবার বাউন্ডারির ভিতরেও ছুড়ে দেন। আর এই গোটা প্রক্রিয়াতেই আহত হন তিনি। বেশ উঁচু থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ায় মাথায় আঘাত পান অজি তারকা। মাথা ধরেই তাঁকে মাঠে তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম আসে এবং মাঠ ছাড়তে বাধ্য হন স্মিথ।

ম্যাচের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয় স্টিভ স্মিথ গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলে, ‘স্টিভ স্মিথের কনকাশন রয়েছে এবং পরবর্তী কয়েক দিনের জন্য় ওকে অল্পকিছু নিয়মনীতি মেনে চলতে হবে। এর ফলে ওর পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে সাত দিন সময়। তাই বাকি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ওর মাঠে নামা হবে না।’ 

স্মিথের দুরন্ত প্রয়াশ সত্ত্বেও তাঁর পা লাফ দেওয়ার আগে বাউন্ডারি লাইনে টাচ করায়, থিকশানার শটটি ছয় বলেই গণ্য করা হয়। তবে ম্যাচে তিন উইকেট নেওয়ার পর সুভার ওভারেও দুর্ধর্ষ বোলিং করেন জোস হ্যাজেলউড। তিনি মাত্র পাঁচ রান খরচ করেন। জবাবে স্টইনিস পরপর দুই বলে চার মেরে, তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিরা আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ আসবে ভারতে? এখনও আশা আছে, ‘অন্য দেশের কথা…’ ‘হম কিসিসে কম নেহি’, দলীপে দাপুটে শতরান করে নির্বাচকদের চাপ বাড়ালেন স্যামসন শ্রীলেখা 'শিরি লেখা',উন্মেষ ‘উনি মেষ’!নাম বিকৃত করে তারকাদের বিদ্রুপ TMC নেত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.