শুভব্রত মুখার্জি:- ২০২৪ সালে আর কয়েকমাস পরেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক্সের আসর। আর সেই উপলক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে মহিলা হকির কোয়ালিফায়ার। বিশ্ব হকির নিয়ামক সংস্থা এফআইএইচ আয়োজিত হকির কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আমেরিকা। প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করেও ভারতকে হারতে হল। ১-০ গোলে হেরে গেল তারা। পুরনো রোগ পিছু ছাড়ল না ভারতের । ছয় ছয়টা পেনাল্টি কর্নার পেয়ে একটি থেকেও গোল করতে পারল না ভারতীয় দল। তার ফল ভুগতে হল তাদের।
রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে এদিন মুখোমুখি হয়েছিল ভারত এবং আমেরিকা। এদিন আমেরিকার হয়ে জয়সূচক গোলটি করেন আবিগিল তামের।ম্যাচের প্রথম কোয়ার্টারটি গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন আবিগিল। এই গোলটিই ম্যাচে দুই দলের মধ্যে ফারাক গড়ে দেয়। এই ম্যাচে হারের ফলে প্যারিস অলিম্পিক্সে আদৌও ভারত কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়েই প্রশ্নচিন্হ পড়ে গিয়েছে।আট দলীয় এই টুর্নামেন্ট থেকেই অলিম্পিক্সের মূলপর্বের টিকিট নিশ্চিত করবে দলগুলো। তিনটে দল মূলপর্বের টিকিট নিশ্চিত করবে। জুলাই-অগস্টেই শুরু হবে এবারের অলিম্পিক্সের আসর।
দলগুলোকে দুটি পুলে ভাগ করা হয়েছে। পুল-এ এবং বি এই দুটি পুলে ভাগ করা হয়েছে দলগুলোকে। বিশ্ব ক্রমতালিকায় ছয় নম্বরে রয়েছে ভারত। আমেরিকার বিরুদ্ধে এদিন প্রথম থেকেই ব্যাকফুটে খেলা শুরু করে ভারত। মিডফিল্ডে ভারত একাধিকবার তাদের পজিশন হারায়। যার সুযোগ কাজে লাগায় আমেরিকা দল। ১১ মিনিটে ভারতের বিরুদ্ধে গোল ও পেয়ে গিয়েছিল আমেরিকা। ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়াকে পরাস্ত করেন আমান্ডা গোলিনি। তবে ভিডিয়ো রেফারালে সেই গোল বাতিল হয়। ১৬ মিনিটে সবিতা পুনিয়ার সেভ থেকে রিবাউন্ড বল পেয়ে যান আবিগিল। সেখান থেকেই গোল করে তিনি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। ওই ১-০ গোলেই ম্যাচ হারে ভারত। ভারত তাদের পরবর্তী ম্যাচে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। রবিবার এই ম্যাচটি খেলবে তারা। আমেরিকার পরবর্তী ম্যাচ ইতালির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।