বাংলা নিউজ > ময়দান > Australia vs India: গিলের হাফ-সেঞ্চুরি ও রাহানে-পূজারার জমাট ডিফেন্স, দ্বিতীয় দিনের শেষে ভারত ৯৬/২

Australia vs India: গিলের হাফ-সেঞ্চুরি ও রাহানে-পূজারার জমাট ডিফেন্স, দ্বিতীয় দিনের শেষে ভারত ৯৬/২

অনবদ্য ব্যাটিং গিলের। ছবি- টুইটার।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৮ রানে অল-আউট হয়ে যায়।

প্রথম দিনের স্কোর: সিডনি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে। মার্নাস ল্যাবুশান ৬৭ ও স্টিভ স্মিথ ৩১ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের খেলা শুরু: প্রথম দিনের পর থেকে খেলা শুরু করে অজিরা দ্বিতীয় দিনের প্রথম সেশনেই পুনরায় বৃষ্টির বাধার মুখে পড়েন। যদিও স্মিথ-ল্যাবুশান দলকে শক্তপোক্ত ভিতে বসিয়ে দিতে সক্ষম হন।

২০০-র গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া: ইনিংসের ৬৯তম ওভারে অস্ট্রেলিয়া দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায়। ৬৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২০১ রান। স্মিথ ৪৭ ও ল্যাবুশান ৮৬ রান করেন।

ল্যাবুশান আউট: স্টিভ স্মিথের সঙ্গে একশো রানের পার্টনারশিপ পূর্ণ করার পরেই সাজঘরে ফেরেন মার্নাস ল্যাবুশান। ৭১তম ওভারে জাদেজার পঞ্চম বলে স্লিপে রাহানের হাতে ধরা পড়েন তিনি। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ল্যাবুশান। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন মার্নাস। নতুন ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড। দলগত ২০৬ রানের মাথায় ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

স্মিথের হাফ-সেঞ্চুরি: ৭২তম ওভারে অশ্বিনের চতুর্থ বল বাউন্ডারিতে পাঠিয়ে সিরিজে প্রথমবার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ স্মিথ। ১১৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন স্মিথ।

বৃষ্টিতে খেলা বন্ধ: ৭২ ওভারের শেষে বৃষ্টিতে সাময়িকভাবে খেলা বন্ধ থাকে। যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি।

ওয়েড আউট: ইনিংসের ৭৭তম ওভারের পঞ্চম বলে ম্যাথিউ ওয়েডকে আউট করেন জাদেজা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৩ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন ওয়েড। অস্ট্রেলিয়া ২৩২ রানের মাথায় ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান গ্রিন।

গ্রিন আউট: ভারত দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বুমরাহ সাজঘরে ফেরান ক্যামেরন গ্রিনকে। ৮৫তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন গ্রিন। ২১ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ২৪৯ রানের মাথায় ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান টিম পেইন।

লাঞ্চ: গ্রিন আউট হওয়া মাত্রই আম্পায়াররা দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করেন। সুতরাং দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৪৯ রান তুলেছে। স্মিথ ব্যাট করছেন ব্যক্তিগত ৭৬ রানে।

২৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল অস্ট্রেলিয়া: ইনিংসের ৮৮তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৮৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৫২। স্মিথ ৭৯ রানে ব্যাট করছেন।

টিম পেইন আউট: ৮৯তম ওভারের পঞ্চম বলে আউট টিম পেইন। ১০ বলে ১ রান করে বুমরাহর বলে বোল্ড হন অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ২৫৫ রানের মাথায় ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান প্যাট কামিন্স।

কামিন্স আউট: তৃতীয় সাফল্য জাদেজার। ৯৫তম ওভারের চতুর্থ বলে প্যাট কামিমন্সকে বোল্ড করেন তিনি। ১৩ বল খেলে খাতা খুলতে পারেননি কামিন্স। অস্ট্রেলিয়া ২৭৮ রানে ৭ উইকেট খোয়ায়। নতুন ব্যাটসম্যান স্টার্ক।

স্মিথের শতরান: সিরিজে প্রথমবার শতরানের গণ্ডি পার করলেন স্টিউ স্মিথ। ৯৮তম ওভারে সাইনির শেষ বলে ৩ রান নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। ২০১ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি মারেন তিনি।

৩০০ পেরল অস্ট্রেলিয়া: ১০১তম ওভারে ৩০০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ১০১ ওভারে অজিদের সংগ্রহ ৭ উইকেটে ৩০১ রান। স্মিথ ১০৪ ও স্টার্ক ১৬ রানে ব্যাট করছেন।

স্টার্ক আউট: কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচে দ্বিতীয় উইকেট নভদীপ সাইনির। ফিরিয়ে দিলেন মিচেল স্টার্ককে। ১০২তম ওভারের পঞ্চম বলে গিলের হাতে ধরা পড়েন স্টার্ক। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ২৪ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৩১০ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান লিয়ঁ।

লিয়ঁ আউট: ভারতকে ফের সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাদেজা। আউট করলেন ন্যাথন লিয়ঁকে। ১০৩তম ওভারের চতুর্থ বলে লিয়ঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে জড়ান তিনি। ৩টি বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ৩১৫ রানে ৯ উইকেট হারায়। শেষ ব্যাটসম্যান জোস হ্যাজেলউড। জাদেজার এটি চতুর্থ শিকার।

রান-আউট স্মিথ: রবীন্দ্র জাদেজার অনবদ্য থ্রোয়ে রান-আউট স্টিভ স্মিথ। ১৬টি বাউন্ডারির সাহায্যে ২২৬ বলে ১৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

অস্ট্রেলিয়া অল-আউট: প্রথম ইনিংসে ১০৫.৪ ওভারে ৩৩৮ রানে অল-আউট অস্ট্রেলিয়া। স্মিথ দলের হয়ে সর্বোচ্চ ১৩১ রান করে রান-আউট হন। ল্যাবুশান ৯১ ও পুকোভস্কি করেন ৬২ রান। জাদেজা ৪টি উইকেট নেওয়া ছাড়াও স্মিথকে রান-আউট করেন। ২টি করে উইকেট দখল করেন সাইনি ও বুমরাহ। ১টি উইকেট সিরাজের।

ভারতীয় ইনিংস শুরু: প্রথম ইনিংসের ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক।

চায়ের বিরতি: দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৯ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে। রোহিত শর্মা ২টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন। শুভমন গিল ৩টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১৪ রানে ব্যাট করছেন।

৫০ রানের গণ্ডি ছুঁল ভারত: ইনিংসের ১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। কোনও উইকেট হারায়নি ভারত। গিল ২৭ ও রোহিত ২২ রানে ব্যাট করছেন।

রোহিত শর্মা আউট: দলগত ৭০ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন। ইনিংসের ২৭তম ওভারের শেষ বলে বোলার হ্যাজেলউডের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন হিটম্যান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন রোহিত। নতুন ব্যাটসম্যান পূজারা।

গিলের হাফ-সেঞ্চুরি: কেরিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম হাফ-সেঞ্চুরি করেন শুভমন গিল। ৮টি বাউন্ডারির সাহায্যে ১০০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তরুণ ভারতীয় ওপেনার।

গিল আউট: ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরেই আউট হয়ে বসেন শুভমন গিল। ৩৩তম ওভারে কামিন্সের প্রথম বলে গ্রিনের হাতে ধরা পড়েন তিনি। ১০১ বলে ৫০ রান করে ক্রিজ ছাড়েন তরুণ ওপেনার। ভারত দলগত ৮৫ রানের মাথায় ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

দ্বিতীয় দিনের খেলা শেষ: প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৯৬ রান তুলেছে। ভারত এখনও পর্যন্ত ৪৫ ওভার ব্যাট করেছে। রোহিত শর্মা ২৬ ও শুভমন গিল ৫০ রান করে আউট হয়েছেন। পূজারা ৫৩ বলে ৯ ও রাহানে ৪০ বলে ৫ রান করে অপরাজিত রয়েছেন। আপাতত প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে ২৪২ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অসম ও বাংলাদেশের ওপর পৃথক ২টি ঘূর্ণাবর্ত, গ্রীষ্মের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন

Latest IPL News

‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.