সদ্য প্রকাশিত আইসিসি মহিলাদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার মেয়েরা দুর্দান্ত ছন্দে ছিলেন। যার ফল পাওয়া গিয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। আইসিসি শেষ যে মহিলাদের র্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে অজি তারকারা বড় বেশি উপকৃত হয়েছেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে ২-০ বড় জয় ছিনিয়ে নিয়েছে। আর অজিদের সাফল্যে বড় ভূমিকা ছিল অ্যাশলে গার্ডনারের। তিনি চার উইকেট নিয়ে সিরিজে যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। একই সঙ্গে ব্যাট হাতে এক ইনিংসে করেছেন ৬৫ রান। যার সুফল পেয়েছেন গার্ডনার। ২৬ বছরের তারকা ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন।
গার্ডনার ওডিআই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে এক স্থান লাফিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। এবং অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক স্থান উপরে উঠে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
আরও পড়ুন: ৯ বছর ২৫২ দিন পর ফের ODI-তে সুযোগ পেলেন উনাদকাট, গড়লেন নয়া রেকর্ড
গার্ডনার ছাড়াও অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ লাফিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন। ফোবি লিচফিল্ড আবার ২২ ধাপ এগিয়ে ৫১তম স্থানে পৌঁছেছেন। জর্জিয়া ওয়্যারহ্যাম ১২ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন।
বোলিং র্যাঙ্কিংয়ে ওয়্যারহাম আট ধাপ এগিয়ে ২২তম স্থানে এবং সাদারল্যান্ড নয় স্থান এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। পেসার ডার্সি ব্রাউন চার ধাপ এগিয়ে ৩৫তম এবং কিম গার্থ ১৫ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এলিস পেরি সিরিজের তাঁর একমাত্র ইনিংসে দুর্দান্ত ৯১ রান করে ব্যাটসম্যানদের তালিকায় সামগ্রিক ভাবে অষ্টম স্থানে উঠে এসেছেন।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেলতে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের সুফল পেয়েছেন আয়ারল্যান্ডের অনেক খেলোয়াড়। ব্যাটসম্যানদের তালিকায়, গ্যাবি লুইস দুই ধাপ এগিয়ে ২১তম এবং ওরলা প্রেন্ডারগাস্ট ১১তম স্থানে এগিয়ে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। তিনি ৪৩তম স্থানে উঠে এসেছেন। সিরিজে চার উইকেট নেওয়া জর্জিনা ডেম্পসি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন।
ভারতীয়দের মধ্যে ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে দশের মধ্যে রয়েছেন দুই ভারতীয়। স্মৃতি মন্ধানা রয়েছেন পাঁচে। আর সাতে রয়েছেন হরমনপ্রীত কৌর। বোলারদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও ভারতের দুই জন প্রথম দশে রয়েছেন। দীপ্তি শর্মা এবং রাজেশ্বরী গায়কোয়াড় নয় এবং দশে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় ভারতের একমাত্র দীপ্তি শর্মাই প্রথম দশে রয়েছেন। তিনি রয়েছেন সাত নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।