রশিদ খানের অনুপস্থিতিতে সফরের একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয় আফগানিস্তান। তবে ওয়ান ডে সিরিজের শুরুতেই বাংলাদেশ শিবিরে প্রত্যাঘাত হানলেন আফগানরা। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে হারিয়ে দিল আফগানিস্তান।
চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকেন তামিমরা। একাধিকবার বৃষ্টির জন্য ম্যাচ থমকে যায়। যদিও তাতে বাংলাদেশের উইকেট পড়ায় বিরাম ছিল না। শেষমেশ বাংলাদেশ ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৬৯ রান তুললে সেখানেই ইনিংস শেষ করা হয়।
বাংলাদেশের হয়ে একা লড়াই চালান তৌহিদ হৃদয়। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৫১ রান করে আউট হন। এছাড়া লিটন দাস করেন ৩৫ বলে ২৬ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন তামিম ইকবাল ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। শাকিব আল হাসান ৩৮ বলে ১৫ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। তিনি কোনও বাউন্ডারি মারেননি। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১২ রান করেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মুশফিকুর রহিম ১, আফিফ হোসেন ৪, মেহেদি হাসান মিরাজ ৫, তাসকিন আহমেদ ৭, হাসান মাহমুদ ৮ ও মুস্তাফিজুর রহমান ৩ রান করেন।
আফগানিস্তানের হয়ে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ফজলহক ফারুকি। রশিদ খান ৯ ওভারে মাত্র ২১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ৯ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন মুজিব উর রহমান। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন আজমতউল্লাহ ওমরজাই ও মহম্মদ নবি।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৩ রান তোলার পরে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের সেই পর্যায়ে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৬৭ রান। ম্যাচ টাই করার জন্য দরকার ছিল ৬৬। তাই ১৭ রানের ব্যবধানে আফগানিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: পূজারাও নির্ভরতা দিতে ব্যর্থ, জাদেজাকে নিয়ে বিপর্যয় রোধ অতীতের
আফগানদের হয়ে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। ২২ রান করে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। রহমত শাহ ৮ রান করে মাঠ ছাড়েন। হাশমতউল্লাহ শাহিদি ৯ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন ও শাকিব। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফারুকি। এই জয়ের সুবাদে আফগানিস্তান ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে যায়। টেস্ট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিস্তর রান সংগ্রহ করলেও সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয় তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।