২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সফর বন্ধ করেছে ভারতীয় ক্রিকেট দল। ২০০৯ সালের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়। ২০০৮ সালের এশিয়া কাপ থেকে বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। শেষ ১০ বছরে মাত্র একবার ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান দল। ২০১২ সালে একদিনের ম্যাচ খেলতে আসে পাক। ব্যাস ওই পর্যন্তই। এরপর আর ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে এশিয়া কাপ বা আইসিসির তত্ত্বাবধানে কোনও টুর্নামেন্টে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। নতুন করে বিতর্কের দানা বেধেছিল বিসিসিআই সচিব জয় শাহর সম্প্রতি করা একটি মন্তব্যে। তিনি বলেছিলেন, ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণ করবে না ভারতীয় ক্রিকেট দল। প্রত্যুত্তরে তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে তারা দল নামাবে না।
এই তিক্ত আবহাওয়ার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালন সমিতির প্রধান হয়েছেন নাজাম শেঠি। রামিজ রাজাকে পিসিবি প্রধানের পদ থেকে অপসারণ করার পর শেঠিকে আগামী চার মাসের জন্য ১৪ সদস্যের কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে তিনি সরকারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক এবং অন্যান্য ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের সরকারকে উদ্যোগী হতে হবে।’
আরও পড়ুন:- ‘তুমি এখন বিসিসিআই সভাপতি নও,’ সৌরভকে কেন এমন বললেন গাভাসকর!
শেঠি এটাও স্পষ্ট করেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভাগীয় দল এবং আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি নতুন করে তৈরি করতে চান। তিনি বলেন, ‘বিভাগীয় ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে আমারা অগ্রাধিকার দিচ্ছি। কারণ গত চার বছরে আমরা বেকারত্বের ভয়াবহ বৃদ্ধি এবং ক্রিকেটে প্রতিভার দুর্ভিক্ষ দেখেছি। পুরনো সিস্টেম আমাদের জন্য ভাল কাজ করেছে এবং আমরা ঘরোয়া ক্রিকেট থেকে খেলোয়াড়ও পেয়েছি। তবে মনে হচ্ছে আজকাল শুধু পিসিএল থেকে খেলোয়াড় পাচ্ছি।’
শেঠি মনে করিয়ে দেন পাকিস্তান সুপার লিগ চালু করার এবং আন্তর্জাতিক দলগুলিকে পাকিস্তানে খেলার জন্য রাজি করানোর সব কাজ তাঁর শেষ মেয়াদে করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৮ সালে ইমরান খানের সরকার আসার আগে পর্যন্ত ২০১৩ থেকে তিনি চেয়ারম্যানের পদ সামলেছিলেন।
আরও পড়ুন:- ব্যাটে রানের খরা,এই মরশুমে হাজারও হল না,দীর্ঘ এক দশকে সব থেকে খারাপ সময় রোহিতের
শেঠি বলেন, ‘এটা ভালো যে সব দলই এখন পাকিস্তান সফর করছে এবং নিউজিল্যান্ড দলের সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভা জাতীয় দলের প্রেরণ করার প্রক্রিয়া সুন্দরভাবে করতে হবে।’ ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে পাকিস্তান ০-৩ ব্যবধানে হেরে যাওয়ায় দল নির্বাচনের সমস্যা ও পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেঠি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।