এবার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল। ধনশ্রী বর্মার সঙ্গে ব্রেক আপের খবরে প্রতিক্রিয়া জানালেন যুজবেন্দ্র চাহাল। নিজের জবাব লিখলেন ইনস্টা স্টোরিতে। আসলে ভারতীয় ক্রিকেট-প্রেমীদের অন্যতম পছন্দের জুটি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী বর্মা (Dhanashree Verma)।কিন্তু আচমকাই চাহাল-ধনশ্রীর সুখী দাম্পত্যে বিচ্ছেদের কালো মেঘ জমাট বেঁধেছিল। চাহালের স্ত্রী ধনশ্রী হঠাৎ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি সরিয়ে দিয়েছিলেন। আর সেই নিয়েই শুরু যাবতীয় গণ্ডোগোল।
সকলেই মনে করেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার স্ত্রী ধনশ্রী বর্মার মধ্যে সবকিছু সম্ভবত ভালো যাচ্ছে না। এই বিষয়টি সামনে এসেছিল যখন ধনশ্রী বর্মা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধনশ্রী বর্মা চাহাল থেকে ধনশ্রী বর্মা নাম পরিবর্তন করেছিলেন। একই সঙ্গে নতুন জীবন নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন ইউজি চাহাল। এমন পরিস্থিতিতে দু’জনের মধ্যে কোনও বিবাদ ছিল কি না,তা নিয়ে প্রশ্ন উঠছিল।এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক থামানোর চেষ্টা করেছেন যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন… দুটি পার্টনারশিপের দরকার ছিল, লজ্জার হারের পর মত জিম্বাবোয়ের ক্যাপ্টেনের
যুজবেন্দ্র চাহাল নিজের ইনস্টা স্টোরির মাধ্যমে তাদের সম্পর্কের খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন,‘আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের সম্পর্ক সম্পর্কিত যে কোনও ধরণের গুজবে বিশ্বাস করবেন না। দয়া করে এটি এখানেই শেষ করুন। যদি আপনি না করেন সবকিছু জানি না,এটা নিয়ে এগিয়ে যাবেন না।’
আমরা আপনাকে বলি,ধনশ্রী বর্মা এবং যুজবেন্দ্র চাহাল ২২ডিসেম্বর ২০২০-এ বিয়ে করেছিলেন। বিয়ের দুই বছরও পূর্ণ হয়নি,কিন্তু দুজনের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। যদিও যুজবেন্দ্র চাহাল গুজব বন্ধ করার কথা বলেছেন। তবে উভয়ের মধ্যে কোনও বিরোধ নেই তা অনেকেই মেনে নিচ্ছেন না। যাইহোক,একটি বিষয় হল যে এখনও ধনশ্রীর ইনস্টাতে যুজবেন্দ্র চাহালের ছবি এবং চাহালের ইনস্টাতে ধনশ্রীর ছবি রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।