এমন সহজ ক্যাচ ছাড়লে ম্যাচ জেতা যায়! পূজারাকে আক্রমণ নেটিজেনদের: ভিডিয়ো
1 মিনিটে পড়ুন . Updated: 14 Jan 2022, 05:13 PM IST- বুমরাহর বলে স্লিপে পিটারসেনের সহজ ক্যাচ ছাড়েন চেতেশ্বর পূজারা, শেষমেশ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় সেটাই।
কেপ টাউন টেস্টের দু'টি মোড় ঘোরানো মুহূর্ত। প্রথমত, তৃতীয় দিনের প্রথম ওভারেই মারকো জানসেনের বলে চেতেশ্বর পূজারার দুর্দান্ত ক্যাচ ধরেন কিগান পিটারসেন। পূজারা সেই সময় না ফিরলে দ্বিতীয় দফায় ভারত আরও বড়সড় ইনিংস গড়ে তুলতে পারত। তাহলে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় টার্গেট তাড়া করতে হতো।
দ্বিতীয়ত, চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সময়ে জসপ্রীত বুমরাহর বলে কিগান পিটারসেনের অতি সহজ ক্যাচ ছাড়েন চেতেশ্বর পূজারা। ৩৯.৪ ওভারে স্লিপে জীবনদান পাওয়ার মুহূর্তে পিটারসেন ব্যাট করছিলেন ব্যক্তিগত ৫৯ রানে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার তখনও দরকার ছিল ৮৬ রানে। পিটারসেন শেষমেশ আউট হন ব্যক্তিগত ৮২ রানে। সুতরাং, আরও ২৩ রান যোগ করেন প্রোটিয়া তারকা।
দু'টি ঘটনাই বিরাট প্রভাব ফেলে ম্যাচের ফলাফলে। দক্ষিণ আফ্রিকা শেষমেশ কেপ টাউন টেস্টে ভারতকে ৭ উইকেটে পরাজিত করে। সেই সঙ্গে তারা তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।
সঙ্গত কারণেই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন সহজ ক্যাচ ছাড়ার জন্য পূজারার উপর বেজায় চটে নেটিজেনরা। এমনিতেই ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় পূজারা বারুদের স্তুপে দাঁড়িয়েছিলেন। এবার ক্যাচ মিস করার পর ফের ভারতীয় সমর্থকদের আক্রমণের মুখে চেতেশ্বর।