বাংলা নিউজ > ময়দান > Cincinnati Masters: ম্যাচের চলাকালীন মৌমাছির শব্দের অনুকরণ- রেগে গিয়ে মহিলা দর্শককেই বের করতে বললেন সিসিপাস- ভিডিয়ো

Cincinnati Masters: ম্যাচের চলাকালীন মৌমাছির শব্দের অনুকরণ- রেগে গিয়ে মহিলা দর্শককেই বের করতে বললেন সিসিপাস- ভিডিয়ো

মৌমাছির মতো আওয়াজ করছিলেন বলে মহিলা দর্শককে বরে করে দিতে বললেন সিসিপাস।

১৬তম রাউন্ডে আমেরিকার বেন শেলটনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছিল সিসিপাসকে। সে কারণেই সম্ভবত মাথা ঠিক রাখতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত তিনি শেলটনকে স্ট্রেট সেটে হারান গ্রিসের তারকা। খেলার ফল সিসিপাসের পক্ষে ৭(৭)-৬(৩), ৭(৭)-৬(২)।

বৃহস্পতিবার চলতি সিনসিনাটি মাস্টার্সের ১৬তম রাউন্ডের খেলা চলছিল। সেই ম্যাচ চলাকালীন দর্শকাসনে বসে থাকে এক মহিলা মুখে মৌমাছির শব্দের অনুকরণ করে চলেছিলেন। এতেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন স্টেফানোস সিসিপাস। তিনি সেই মহিলা দর্শককে বাইরে বের করে দিতে বলেন।

আসলে ১৬তম রাউন্ডে আমেরিকার বেন শেলটনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছিল সিসিপাসকে। সে কারণেই সম্ভবত মাথা ঠিক রাখতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত তিনি শেলটনকে স্ট্রেট সেটে হারান গ্রিসের তারকা। খেলার ফল সিসিপাসের পক্ষে ৭(৭)-৬(৩), ৭(৭)-৬(২)।

বৃহস্পতিবার সিসিপাস-শেলটনের ম্যাচের দ্বিতীয় সেট চলার সময়েই ঘটনাটি ঘটে। সিসিপাসের কোর্টের পিছনের দিকে এক মহিলা দর্শক ক্রমাগত মৌমাছির শব্দ অনুকরণ করতে থাকেন। তাতে খেলায় মনোযোগ করতে সমস্যা হচ্ছিল বলে রীতিমতো বিরক্ত প্রকাশ করেন সিসিপাস। তিনি চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে নালিশ জানান। এবং বলেন, ‘আমার পিছনের দিকে বসা কোনও এক ক্রমাগত দর্শক মৌমাছির মতো আওয়াজ করছেন।’

এইটুকু করেই ক্ষান্ত হননি সিসিপাস। তিনি নিজেই সেই দর্শককে খুঁজে বের করেন। আর তাঁকে সাহায্য করেছিলেন অন্য এক দর্শক। এর পর গ্রিসের তারকা টেনিস প্লেয়ার চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে মৌমাছির মতো আওয়াজ করা সেই মহিলা দর্শককে বের করে দিতে বলেন।

তিনি ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে ওঠেন, ‘যত বার সার্ভ করতে যাচ্ছি, তার আগে আওয়াজ করে চলেছে কেউ। এটা করাটা কি ঠিক হচ্ছে? আমার ক্যারিয়ারে এর আগে কখনও এমনটা ঘটেনি।’ তিনি আর যোগ করেন, ‘আমি বুঝতে পেরেছি, শেলটনের সমর্থক। ওই যে, ওখানে যে মহিলা বসে রয়েছেন, উনি মৌমাছির মতো আওয়াজ করছেন।’

তবে শেলটনের ভক্ত সেই মহিলা দর্শকের চেষ্টা আখেরে বৃথাই গিয়েছে। কারণ জিততে পারেননি আমেরিকার তারকা প্লেয়ার। হাড্ডাহাড্ডি লড়াই হলেও স্ট্রেট সেটে ম্যাচ পকেটে পোড়েন সিসিপাস। তবে ম্যাচটি পকেটে পুড়লেও, মৌমাছির আওয়াজ নিয়ে তিনি পুরো চটে লাল হয়েছিলেন। গ্রিসের টেনিস তারকার বিরক্তি ফুটে উঠেছিল চোখেমুখে।

ইতিমধ্যে টেনিস বিশ্বে সিসিপাস বড় নাম। গ্রিসের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান এবং ফরাসি ওপেনের ফাইনালে খেলে ফেলেছেন তিনি। তবে সেই প্লেয়ারের বিরুদ্ধে শেলটন লড়াই করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। ম্যাচটি জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন সিসিপাস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন