৩৫দিন পর অবশেষে উইম্বলডন ফাইনালে বদলা নিলেন নোভক জোকোভিচ। রবিবার রাতে, লিন্ডনার ফ্যামিলি টেনিস সেন্টারের সেন্টার কোর্টের ৩৫ডিগ্রি তাপমাত্রায় পুড়তে পুড়তেই সিনসিনাটি ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন জোকার। প্রথম সেট হেরে যাওয়ার পর নাটকীয় প্রত্যাবর্তন করেন জোকোভিচ। শেষ পর্যন্ত ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪)-এ ম্যাচ জিতে বদলা পূরণ করেন সার্বিয়ান তারকা।
এটিপি-১০০০ (ATP-1000)-এ এটি ছিল সেরা তিন সেটের ফাইনালের লড়াই। এবং গত ৮ বছরের মধ্যে এটি দীর্ঘতম (৩ ঘন্টা ৪৯ মিনিট) লড়াই ছিল। জোকোভিচ এই নিয়ে তাঁর তৃতীয় সিনসিনাটি মাস্টার্স খেতাব জেতার পাশাপাশি রেকর্ড-সংখ্যক ৩৯তম মাস্টার্স ১০০০-এর শিরোপা জিতলেন।
গত মাসে লন্ডনে উইম্বলডনের ফাইনালে হৃদয়বিদারক হারের পর থেকে যে যন্ত্রণাটা জোকার বয়ে বেড়াচ্ছিলেন, তাতে কিছুটা হলেও প্রলেপ পড়ল। গত দুই বছরে মার্কিন মুলুকে না খেলা সত্ত্বেও, জোকোভিচ টুর্নামেন্টের ফাইনালে ওঠার দৌড়ে দুরন্ত ছন্দে ছিলেন। এবং ফাইনাল ম্যাচের আগে তিনি একটি সেটও হারেননি। তবে ব্লকবাস্টার সামিট ক্ল্যাশের উদ্বোধনী সেটে আলকারাজ কাছে হেরে বসেন জোকোভিচ। তবে দ্বিতীয় সেটের শুরুতে আলকারাজদের সার্ভিস-ব্রেক করে ধীরে ধীরে খেলায় ফেরেন।
দ্বিতীয় সেটেই আলকারাজের সামনে ম্যাচটি স্ট্রেট সেটে জেতার সুযোগ ছিল। কারণ তিনি শিরোপা জয় থেকে মাত্র দুই ধার দূরে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেখান থেকেই জোকার ঘুরে দাঁড়ান। ৪-৪ থেকে টাই-ব্রেকার গড়ায় দ্বিতীয় সেট। শেষ পর্যন্ত ৭-৬ জয় ছিনিয়ে নিয়ে খেলায় ফেরেন জোকোভিচ। প্রথম সেটে সার্বিয়ান তারকাকে ৭-৫ হারিয়েছিল আলকারাজ। যে কারণে তৃতীয় সেটটি দুই তারকার কাছেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের হয়ে দাঁড়ায়। তবে শেষ হাসি হাসেন জোকোভিচ।
গত দুই মাসে এই নিয়ে জোকোভিচ এবং আলকারাজ তিন বার মুখোমুখি হয়েছে। জোকার দু'বার জেতেন। জোকোভিচ জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জিতেছিল। সেই সময়ে আলকারাজের ক্র্যাম্প হয়েছিল। এর পর আলকারাজ উইম্বলডনের ফাইনালে প্রতিশোধ নিয়েছিলেন। এবার পাল্টা বদলা নিলেন জোকার।
ম্যাচের পর জোকোভিচ বলছিলেন, ‘আমি জানি না, কী বলব! এর বর্ণনা করা কঠিন। যে কোনও টুর্নামেন্ট বা ক্যাটাগরি বা লেভেল মিলিয়ে- সব মিলিয়েই বলছি, আমি আমার জীবনের কঠিনতম ম্যাচগুলির মধ্যে একটি খেললাম। এটি অবিশ্বাস্য, শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা দু'জনেই লড়াই করেছি। অনেক উত্থান-পতন হয়েছে। অবিশ্বাস্য কিছু পয়েন্ট পেয়েছি। সামগ্রিক ভাবে একটি কঠিন এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ খেললাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।