বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের শিরোপা জিতেছে টিম অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট শিরোপা জিতেছে প্যাট কামিন্সের ক্যাঙ্গারু দল। এই দলে ম্যাচ জয়ের জন্য বড় ভূমিকা পালন করেছেন মিচেল স্টার্ক। শিরোপা জয়ের এই ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন তিনি। কোহলি ও রাহানের বড় উইকেট শিকার করেছিলেন। ম্যাচে নিজেদের জায়গা আরও বেশি শক্ত করেছিলেন। এদিকে, দেশের জার্সিতে ম্যাচ জিতে আইপিএল নিয়ে বড় মন্তব্য করেছিলেন মিচেল স্টার্ক। যিনি প্রায়শই আইপিএল থেকে দূরে থাকতে বিশ্বাস করেন, ভারতের বিখ্যাত টি-টোয়েন্টি লিগ সম্পর্কে একটি বড় বিবৃতি দিয়েছেন।
দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময়ে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক আইপিএলে না খেলা নিয়ে একটি বড় মন্তব্য করেছেন। মিচেল স্টার্ক বলেন, ‘আমি আইপিএলে খেলা উপভোগ করি, যেভাবে আমি দশ বছর আগে ইয়র্কশায়ারের হয়ে খেলতাম। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলা সবসময়ই আমার জন্য সবার আগে থাকবে। আইপিএল না খেলার বিষয়ে আমি কখনই আফসোস করি না। টাকা আসবে এবং চলে যাবে। কিন্তু আমি আনন্দিত যে আমি দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছি।’
আরও পড়ুন… ভারতে খেলার প্রস্তুতির জন্য পাকিস্তানে আসুন! বাংলাদেশ, অস্ট্রেলিয়া সহ চার দেশকে চিঠি পাঠাল PCB
অস্ট্রেলিয়া দলের ফাস্ট বোলার আরও বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের ১০০ বছরেরও বেশি ইতিহাসে, অস্ট্রেলিয়ার হয়ে ৫০০ টিরও কম খেলোয়াড় ১০ বছর দেশের হয়ে খেলেছেন। এমন পরিস্থিতিতে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য খুব বিশেষ। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরে খুশি, কিন্তু আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য অস্ট্রেলিয়ার হয়ে আমার সেরাটা দেওয়া, যে ফর্ম্যাটই হোক না কেন।’
আরও পড়ুন… WTC Final: কোহলিকে আউট করতেই বুঝেছিলাম- জয়ের টার্নিং পয়েন্ট নিয়ে মুখ খুলেন মিচেল স্টার্ক
এমন নয় যে মিচেল স্টার্ক কখনও আইপিএলে অংশ নেননি। এই লিগে এখন পর্যন্ত তিনি মোট ২৭টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তাঁর নামে ৩৪ উইকেট রয়েছে। ক্যাঙ্গারু ফাস্ট বোলার ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তাঁর শেষ মরশুম খেলেছিলেন। তবে বর্তমানে আইপিএল না খেলা নিয়ে স্টার্ক বলেন, ‘আমি এটা (আইপিএল) উপভোগ করেছিলাম। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খেলা সবসময়ই শীর্ষে থাকবে। আইপিএল না খেলা নিয়ে আমি কখনও অনুশোচনা করি না, টাকা আসবে এবং যাবে।’ স্টার্ক আরও বলেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ‘সহজ অর্থ’ নিয়ে আসে এবং এটি ‘বখে যাওয়ার দ্রুত পথ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।