বাংলা নিউজ > ময়দান > ৬,৬,৬,৬,৬,৪,৬,৬! কাউন্টিতে ফিরেই বিধ্বংসী মেজাজে স্টোকস, ৬৪ বলে এল শতরান

৬,৬,৬,৬,৬,৪,৬,৬! কাউন্টিতে ফিরেই বিধ্বংসী মেজাজে স্টোকস, ৬৪ বলে এল শতরান

ডারহ্যামের হয়ে ব্যাটিংরত বেন স্টোকস। ছবি- গেটি ইমেজেস।

৫০ থেকে ১০০-তে পৌঁছতে মাত্র ১৭ বল নেন স্টোকস।

চোটের কারণে বহুদিন মাঠের বাইরে ছিলেন বেন স্টোকস। চোট না সারায় নির্দিষ্ট সময়ের থেকে বেশ কিছুটা দিন পিছিয়ে যায় তাঁর কামব্যাক। চোট না সারায় এবারের আইপিএল থেকেও নিজেকে বিরত রেখেছিলেন। কিন্তু কাউন্টিতে ফিরেই লাল বলের ক্রিকেটে টি-টোয়েন্টির মতো ব্যাটিং করলেন স্টোকস।

ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে ডারহ্যামের হয়ে এ মরশুমে প্রথমবার কাউন্টি খেলতে নেমেছিলেন সদ্য ইংল্যান্ড টেস্ট অধিনায়ক নিযুক্ত হওয়া স্টোকস। তাঁর শুধু ঝড় উঠল। ৪৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করার পর মাত্র ১৭ বলেই নিজের শতরান করে ফেললেন স্টোকস। বাঁ-হাতি অফ স্পিনার জোস বেকারের এক ওভারেই উঠল ৩৪ রান। খালি ওভারের শেষ বলে অল্পের জন্য ছক্কা হাঁকাতে পারেননি তিনি।

তবে সেই বল চার মারার পর আবার জো লিচকে পরপর দুটি ছয় হাঁকান স্টোকস। আট বলে করে ফেলেন ৪৬ রান। ডারহ্যামের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নামা স্টোকস বর্তমানে দ্রুত গতিতে ১৫০-র দিকে এগচ্ছেন। ইতিমধ্যে ১২৩ ওভারে ডারহ্যাম চার উইকেটের বিনিময়ে ৫৪৯ রান করে ফেলেছে। প্রসঙ্গত, এটি ২০১৭ থেকে ডারহ্যামের হয়ে এই নিয়ে মাত্র চতুর্থ কাউন্টি ম্যাচ খেলছেন স্টোকস।

বন্ধ করুন