ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আসরে আইপিএলের যথাযথ মহড়া সেরে নিলেন নিকোলাস পুরান। কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যন কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি করলেন সিপিএলে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে সিপিএলের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে কার্যত একার হাতে জয় এনে দেন পুরান।
প্রথমে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫০ রান তোলে। জোশুয়া ডি'সিলভা ৪৬ বলে ৫৯ রান করেন। ৩০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন রামদিন।
পালটা ব্যাট করতে নেমে গায়ানা ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন পুরান। তিনি ৪টি চার ও ১০টি ছক্কা মারেন।
পুরান ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অর্থাৎ, শেষ ৫০ রান করতে তিনি খরচ করেন মাত্র ২০টি বল। টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত এটিই তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পুরানকে সঙ্গ দিয়ে রস টেলর অপরাজিত থাকেন ২৭ বলে ২৫ রান করে। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হয়েছেন পুরান।
সংক্ষিপ্ত স্কোর:- সেন্ট কিটস: ১৫০/৫ (২০ ওভার), গায়ানা: ১৫৩/৩ (১৭.৩ ওভার)। (গায়ানা ৭ উইকেটে জয়ী)।