কমনওয়েলথ গেমসের ট্রিপল জাম্পে ইতিহাস তৈরি করল ভারত। সোনা জিতলেন এলডস পল, আব্দুল্লাহ রুপো জিতেছেন। এরই পাশাপাশি দশ হাজার মিটার ব্রোঞ্জ জিতলেন সন্দীপ কুমার। ২০২২ কমনওয়েলথ গেমস-এ ভারতীয় ক্রীড়াবিদরা অবাক করা পারফর্ম করলেন। ট্রিপল জাম্প ইভেন্টে প্রথমবার সোনা জিতল ভারত। দেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের এলডস পল। একই সঙ্গে রুপোর পদক দখল করলেন ভারতীয় অ্যাথলেট আবদুল্লা আবুবকর। ব্রোঞ্জ পদক থেকে বাদ পড়েছেন আরেক ভারতীয় অ্যাথলিট প্রবীণ। তিনি ছিলেন চার নম্বরে।
আরও পড়ুন… Amit Panghal wins Gold- গতবারের রুপোকে এবার সোনায় বদলালেন অমিত, লাঘব টোকিয়োর দুঃখ
এদিন এলডস ১৭.০৩মিটারের লাফ দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। একই সময়ে,ভারতের দ্বিতীয় অ্যাথলিট আবদুল্লাহ আবুবাকার মাত্র .০১ব্যবধানে দুই নম্বরে রয়েছেন। আবদুল্লাহ ১৭.০২ মিটার লাফ দিয়েছেন।ট্রিপল জাম্পে সোনা ও রুপো জিতল ভারত।
আরও পড়ুন… CWG 2022: ১৬ বছর পর মেডেল মহিলা হকিতে, সাবিত্রী পুনিয়ার দৌলতে
এলডস পল সোনা জেতার পরে দ্বিতীয় স্থান দখল করেন আবদুল্লা আবুবকর। তবে চতুর্থ হলেন ভারতের প্রবীন। ভারতীয় অ্যাথলিটরা বার্মিংহ্যামে ঐতিহাসিক কৃতিত্ব গড়লেন। অন্যদিকে দশ হাজার মিটার ওয়াক রেসে ব্রোঞ্জ জিতল ভারত। সন্দীপ কুমার দশ হাজার মিটার রেস ওয়াকে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতলেন। অনেকক্ষণ দ্বিতীয় স্থানে ছিলেন সন্দীপ। শেষপর্যন্ত তৃতীয় হলেন সন্দীপ। এদিন ভারতীয় অ্যাথলিট ব্যক্তিগত সেরা করেছেন। রেস শেষ করতে তিনি সময় নিয়েছেন ৩৮:৪৯.২১ মিনিট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।