বাংলা নিউজ > ময়দান > Weissenhaus Chess Challenge: কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতর ডি গুকেশ! প্রথমদিনের শেষে যৌথভাবে দ্বিতীয় স্থানে

Weissenhaus Chess Challenge: কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতর ডি গুকেশ! প্রথমদিনের শেষে যৌথভাবে দ্বিতীয় স্থানে

ডি গুকেশ (ছবি-এক্স)

বড় সাফল্য পেলেন ডি গুকেশ। কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতীয় এই দাবাড়ু।

শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিশ্ব দাবার অন্যতম সেরা তারকা নিঃসন্দেহে ম্যাগনাস কার্লসেন। বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে খেলাই অন্যতম কঠিন বিষয়। ম্যাচ জয় কার্যত অসম্ভব বলা চলে। সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়ে ফ্রিস্টাইল দাবায় প্রথমদিন শেষে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন তিনি। তবে এদিন শুধু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েই ক্ষান্ত থাকেননি গুকেশ। তিনি কার্যত স্বপ্নের ফর্মে খেলেছেন। হারিয়েছেন দাবার একের পর এক তারকাকে। প্রথমদিনে তাঁর এই পারফরম্যান্স রীতিমতো চমকে দিয়েছে বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত প্রথম দিন ম্যাগনাস কার্লসেনের পাশাপাশি ডি গুকেশ হারিয়েছেন আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানকে। নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের পাশাপাশি বর্তমান বিশ্ব দাবাতে অন্যতম কঠিন প্রতিপক্ষ অ্যারোনিয়ান। এখানেই শেষ নয় উইসেনহস চেজ চ্যালেঞ্জের প্রথমদিনে ডি গুকেশ মধুর জয় পেয়েছেন চিনের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডিঙ্গ লিরেনকেও। তবে এদিন একের পর এক তারকাকে হারালেও শুরুটা খুব একটা ভালো হয়নি গুকেশের। না হলে দিন শেষে তিনি শীর্ষে থেকেই শেষ করতে পারতেন। দিনের প্রথম ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের আলিরেজা ফিরোইজার। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাননি ডি গুকেশ। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে সম্ভাব্য চার পয়েন্টে চার পয়েন্ট পেতেন তিনি। সেই জায়গায় তিন পয়েন্ট পেয়েছেন তিনি।

ফলে ব়্যাপিড সেকশনে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন গুকেশ। জার্মানির ভিনসেন্ট কেইমার প্রথম স্থানে রয়েছেন। তাঁর দখলে রয়েছে ৩.৫ পয়েন্ট। গুকেশের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নদিরবেগ আব্দুসাত্তারভ। প্রসঙ্গত এই টু্র্নামেন্টে বিজয়ী পাবেন ২ লক্ষ মার্কিন ডলার। গুকেশের জন্য এই দিনের হাইলাইটস ছিল কার্লসেনের বিরুদ্ধে তাঁর জয়। গুকেশ একেবারে শেষ গেমে ঝুঁকি নেন। যা তাঁর পক্ষে যাওয়াতে ম্যাচে জয় নিশ্চিত হয় তাঁর।

তৃতীয় রাউন্ডে অ্যারোনিয়ান কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন গুকেশকে। নিজের বিশপকে বলিদান দিয়ে গুকেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। গুকেশ সেন্টার দিয়ে কাউন্টার অ্যাটাকিং মুভ করেন। যার পুরস্কার পান গুকেশ। মাত্র ৩৯ মুভের ম্যাচে তিনি হারিয়ে দেন অ্যারোনিয়ানকে। ব়্যাপিডে আর তিন রাউন্ড বাকি রয়েছে। তার মধ্যে নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবেন। প্রতি দাবাড়ু এই প্রতিযোগিতায় চল্লিশটি মুভ করতে পারবেন যাতে তার হাতে সময় থাকবে ৯০ মিনিট।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির কল্যাণী-সহ শিয়ালদায় ২০ পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে! কখন ছাড়বে? রইল টাইমটেবিল আগেরদিন পা কাঁপছিল, আর এখন বাংলাদেশ বলছে মায়াঙ্কের মতো বোলারকে আমরা নেটে খেলি! চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেতেই উচ্ছ্বসিত মনোজ! বললেন 'ভাবতাম একবার যদি…' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ অক্টোবরের রাশিফল ভারতের থেকে ডলার পেয়েও দেউলিয়া হতে পারে বাংলাদেশ, তাদের ঋণের পরিমাণ কত জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.