ভারতীয় ক্রিকেটে অন্যতম ঐতিহ্যশালী একদিনের ক্রিকেট টুর্নামেন্ট দেওধর ট্রফি। যা করোনার জন্য গত তিন বছর ধরে বন্ধ ছিল। অবশেষে চলতি মরশুমে তা ফিরতে চলেছে। ২০২৩-২৪ মরশুমে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে ফের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। শুধু দেওধর ট্রফি নয়, একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে সময়সূচিও জানা গিয়েছে সূত্র মারফত।
জানা গিয়েছে নতুন মরশুম শুরু হচ্ছে দিলীপ ট্রফি দিয়ে। বোর্ড সূত্রে খবর দিলীপ ট্রফি শুরু হবে ২৮ জুন থেকে। চলবে ১৬ জুলাই পর্যান্ত। এই বছরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেওধর ট্রফি তাঁর পুরনো মেজাজে অর্থাৎ জোনাল ফরম্যাটে ফিরে আসবে। ফলে ৬ টি দল টুর্নামেন্ট প্রতিযোগিতায় খেলতে পারবে। ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। শেষবার এই টুর্নামেন্ট হয় ২০১৯ সালে রাঁচিতে। ভারতীয় ‘এ’ ও ‘বি’এবং ‘সি’ দলে ভাগ করে অক্টোবর-নভেম্বর মাসে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যান্য ট্রফির সময়সূচিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইরানি কাপ খেলা হবে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। বিজয় হাজারে ট্রফি ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এমনটাই জানা গিয়েছে বোর্ড সূত্রে।
ভারতীয় ক্রিকেটে নতুন মুখ তুলে নিয়ে আনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। সেই রঞ্জি ট্রফি এই মরশুমে ৫ জানুয়ারি থেকে শুরু হতে পারে। চলবে ১৪ মার্চ পর্যন্ত। একই সঙ্গে জানা গিয়েছে ২০২৪-২৫ মরশুমের জন্য প্লেট গ্রুপের ফাইনালদের এলিট গ্ৰুপে তুলে দেওয়া হবে। অন্যদিকে এলিট গ্ৰুপের শেষ দুই দুলকে অবনমন হিসাবে প্লেট গ্ৰুপে নামিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, এই বছরে শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। যে ১৫ টি স্টেডিয়ামে বিশ্বকাপ হবে, সেই স্টেডিয়ামগুলির সার্বিক উন্নতির জন্য ভারতীয় বোর্ড এক সংস্থাকে নিয়োগ করেছে। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী স্টেডিয়াম গুলির প্রয়োজনীয় সংস্কার করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।