বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ক্রিকেটের বদলা হকিতে? অজিদের হারিয়ে বিশ্বসেরা ভারতের মেয়েরা? Viral Video কি ঠিক?

IND vs AUS: ক্রিকেটের বদলা হকিতে? অজিদের হারিয়ে বিশ্বসেরা ভারতের মেয়েরা? Viral Video কি ঠিক?

বিশ্বকাপে হৃদয়ভঙ্গের পরে হতাশ রোহিত, টোকিয়ো অলিম্পিক্সে অজিদের হারানোর উচ্ছ্বাস রানিদের, রাঁচিতে চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস সবিতাদের। (ছবি সৌজন্যে রয়টার্স, এএফপি ও হকি ইন্ডিয়া)

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। ভেঙে গিয়েছে ১৪০ কোটি মানুষের হৃদয়। আর তারপর কি অস্ট্রেলিয়াকে হারিয়ে বদলা নিল ভারতীয় মহিলা দল? হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতের মহিলা হকি দল?

ক্রিকেটের বদলা নেওয়া হল হকিতে - এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যা শেয়ার করছেন অনেকেও। অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় মহিলা হকি দলকে। কারণ ওই ভিডিয়োয় দাবি করা হয়েছে, ক্রিকেটের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় পুরুষ দল হেরে গেলেও অস্ট্রেলিয়াকে হারিয়ে হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতের মহিলা হকি দল। যদিও আদৌও সেরকম কিছু ঘটেনি। ওই ভিডিয়োয় যে টুর্নামেন্ট জয়ের দৃশ্য দেখানো হয়েছে, তা আদতে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির। সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হলেও তাতে অস্ট্রেলিয়া খেলেনি। বরং জাপানকে হারিয়ে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় হকি দল।

সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিয়োয় ভারতীয় মহিলা হকি দলের সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্তের কোলাজ তুলে ধরা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্রিকেট বিশ্বকাপ হেরে গিয়েছি। তাতে মন খারাপ হয়েছে ঠিকই। কিন্তু তারইধ্যে একটা খুশির খবর…..ভারতীয় হকি দল উইমেন্স হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে। আমাদের দেশের মেয়েরা বদলা নিয়েছেন। জয় ভারত।’

আরও পড়ুন: IND vs AUS, 1st T20I: মন খারাপ ভুলে অধিনায়ক হিসাবে অভিষেকেই উজ্জ্বল সূর্য, ফের জাত চেনালেন রিঙ্কু

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সবিতা পুনিয়ারা হাতে ট্রফি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পিছনে যে দুটি তোরণ আছে, তার মধ্যে একটি তোরণে লেখা আছে 'চ্যাম্পিয়ন্স'। অপরটিতে লেখা আছে 'ঝাড়খণ্ড মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি রাঁচি'। সেই সেলিব্রেশনের মধ্যেই আরও কয়েকটি ছবি দেখানো হয়। তাতে ভারতীয় মহিলা দলকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার মহিলা দলের খেলোয়াড়দের চোখেমুখে দেখা গিয়েছে হতাশা।

সেই ভিডিয়ো এবং ছবির ক্ষেত্রে কোনও ভুল নেই। শুধুমাত্র সময়ের হেরফের করা হয়েছে। সত্যিই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা হকি দল। তবে সেটা মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গত ৫ নভেম্বর ফাইনালে জাপানকে ৪-০ গোলে হারিয়ে দেন নিশা-জ্যোতিরা (ক্রিকেটের বিশ্বকাপ ফাইনাল হয়েছে ১৯ নভেম্বর)। তারপরই তাঁরা যে উচ্ছ্বাস প্রকাশ করেন, সেইসব দৃশ্য ব্যবহার করা হয়েছে ওই ভাইরাল ভিডিয়োয়। যে টুর্নামেন্টে ছ'টি দল ছিল - ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। অস্ট্রেলিয়া স্বভাবতই ওই টুর্নামেন্ট খেলেনি।

তাহলে অজি খেলোয়াড়দের ভেঙে পড়ার ছবিটা কোন টুর্নামেন্টের? ওই ভাইরাল ভিডিয়োয় অজি খেলোয়াড়দের যে ছবিগুলি ব্যবহার করা হয়েছে, সেগুলি আদতে টোকিয়ো অলিম্পিক্সের। কোয়ার্টার-ফাইনালে প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল রানি রামপালের নেতৃত্বাধীন ভারত। পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। আর সেই ম্যাচে হেরে যাওয়ার পর অজি খেলোয়াড়রা যে হতাশ হয়ে টার্ফেই বসে পড়েছিলেন, সেই ছবি ব্যবহার করা হয়েছে ভাইরাল ভিডিয়োয়। যে ভিডিয়োয় সম্পূর্ণ ভুল তথ্য পেশ করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সুদীপার বুটিকের জামদানি পরে বিজয়ার শুভেচ্ছা 'বিপ্লবী' চিকিৎসকের! কটাক্ষ কুণালের T20 বিশ্বকাপে খাদের কিনারায় ভারত! স্মৃতি-হরমনপ্রীতদের চরম কটাক্ষ ক্রিকেটারের… টানা অনশনে অসুস্থ ডাক্তার তনয়া পাঁজা, তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি কোনও সিনেমা হয়, হুডখোলা গাড়িতে চড়ে বরবেশে দিল্লিতে ফের বিয়ে করতে হাজির রণবীর! বিনামূল্যে টম্য়াটো নিতে বাধ্য করেছে সুইগি ইনস্টামার্ট, চটে লাল ক্রেতা! সোনার বছরে সোনার কেল্লা! বরানগর শরৎ কানন পল্লির দুর্গোৎসব তাই মানিক-ময় রেজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ ২০২৪র কোজাগরী লক্ষ্মীপুজোর শারদ পূর্ণিমা কখন পড়ছে? চন্দ্রোদয় কখন? রইল তিথি আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো মঞ্জুলিকার ভয়ে 'সিংঘম' কাঁপবে? মেগা রিলিজের সোজাসাপটা জবাব কার্তিক আরিয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.