অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ঐতিহাসিক লর্ডসের এই ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সেঞ্চুরি করেন বেন স্টোকস। এটি স্টোকসের ক্যারিয়ারের ১৩তম এবং লর্ডসে তাঁর তৃতীয় সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত সেঞ্চুরি করে ক্যাঙ্গারুদের যোগ্য জবাব দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। স্টোকসের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির ভিত্তিতে জয়ের সুবাস পেতে শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড।
তবে এর জন্য এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ইংলিশ দলকে। ইংল্যান্ডকে জিততে এখনও ১২৮ রান দরকার যখন তাদের চার উইকেট হাতে আছে। জনি বেয়ারস্টো বিতর্কিতভাবে রান আউট হওয়ার পর স্টোকস আক্রমণাত্মক অবস্থান নেন। তিনি ২১ বলে ৪৬ রান যোগ করেন। ১৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বেন স্টোকস। সেঞ্চুরির ইনিংসে মারেন ৪টি ছক্কা ও ৮টি চার। ৭৮ রান করার পর টানা ৩টি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক। ক্যামেরন গ্রিনের এক ওভারে ২৪ রান নেন স্টোকস।
এক ওভারে ২৪ রান খরচ করেন ক্যামেরন গ্রিন। এই সময়ে, তিনি অভিজ্ঞ অলরাউন্ডার ইয়ান বোথাম এবং হ্যারি ব্রুকের অবাঞ্ছিত রেকর্ডের সমান করেছেন। ১৯৮৬ সালে, ডেরেক স্টার্লিংয়ের এক ওভারে বোথাম ২৪ রান করেছিলেন। টেস্টের এক ওভারে রান তোলার বিচারে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয়। তালিকার এক নম্বরে রয়েছেন হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে ২০২২/২৩ সালে পাকিস্তানের জাহিদ মাহমুদের এক ওভারে ২৭ রান নিয়েছিলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে এক টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ব্রুকের নামেই রয়েছে। সেই বছর পাকিস্তানের বিরুদ্ধে সৌদ শাকিলের এক ওভারে ২৪ রান করেছিলেন হ্যারি ব্রুক। এবার সেই তালিকার চার নম্বরে জায়গা করেনিলেন বেন স্টোকস। ক্যামরন গ্রিনের এক ওভারে ২৪ রান নিলেন তিনি।
গ্রিনের এক ওভারে শুধু ২৪ রান নেওয়াই নয়, এই ওভারে ছক্কা মেরে নিজের শতরান করেন বেন স্টোকস। রবিবার কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান বোলারদের উপর ঝড় তুলেছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। লাঞ্চ বিরতিতে ১৪৭ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস। ৫৬তম ওভারে গ্রিনের বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। এই ওভারে একটি ওয়াইডসহ ২৪ রান সংগ্রহ করেন তিনি। স্টোকস প্রথম বলে একটি চার এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে ছক্কা মারেন। পঞ্চম বলে সিঙ্গেল নেন তিনি। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়দের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্টোকস। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন হ্যারি ব্রুক ও ইয়ান বোথাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।