বাংলা নিউজ > ময়দান > ENG vs AUS, Ashes 2023: আগুনে ব্যাটিংয়ের পর, ফের ইংল্যান্ড বোলারদের দাপট, কাঁপছে অজিরা, ইনিংসে হারের ভ্রুকুটি কামিন্সদের

ENG vs AUS, Ashes 2023: আগুনে ব্যাটিংয়ের পর, ফের ইংল্যান্ড বোলারদের দাপট, কাঁপছে অজিরা, ইনিংসে হারের ভ্রুকুটি কামিন্সদের

ইংল্যান্ডের দাপটে কি চতুর্থ টেস্ট ইনিংসে হেরে বসবে অস্ট্রেলিয়া?

২৭৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার রান তুলতে নাভিশ্বাস দশা হয়। ম্যাঞ্চেস্টার টেস্টে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১১৩ রান। এখনও তারা ১৬২ রানে পিছিয়ে রয়েছে। অজিদের সামনে এখন ইনিংসে হারের ভ্রুকুটি।

ফের থরথর করে কাঁপছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসেও বেহাল দশা প্যাট কামিন্সের টিমের। ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই চার উইকেট হারিয়ে বসে রয়েছে অজিরা। তাদের সামনে এখন ইনিংসে হারের ভ্রুকুটি।

২৭৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার রান তুলতে নাভিশ্বাস দশা হয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্টে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১১৩ রান। এখনও তারা ১৬২ রানে পিছিয়ে রয়েছে।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৩৮৪ রান। হ্যারি ব্রুক (১৪) এবং বেন স্টোকস (২৪) ক্রিজে ছিলেন। তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ডের একটাই লক্ষ্য ছিল, যতটা সম্ভব গতিতে রান তোলা। যেমন ভাবনা, তেমন কাজ। দ্বিতীয় দিন যে ভাবে শেষ করেছিল, সে ভাবেই তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। প্রথম থেকেই ইংল্যান্ডের খেলার মধ্যে ছিল একটা আগ্রাসী মেজাজ। মাত্র ২.৪ ওভারেই চারশো রানে পৌঁছে যায় ইংল্যান্ড। বেন স্টোকস চালিয়ে খেলছিলেন। আর ব্রুকস হাল ধরে রেখেছিলেন। তবে অর্ধশতরান করার পরেই আউট হন স্টোকস। পাঁচটি চারের হাত ধরে ব্রিটিশ অধিনায়ক ৭৪ বলে ৫১ করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন।

আরও পড়ুন: ৯ বছরেও ফাঁড়া কাটল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফের রানআউট কোহলি

এর পর ব্রুক ফেরেন ৬১ (১০০ বলে) করে। জোশ হ্যাজলেউডের বলে মিচেল স্টার্ককে ক্যাচ দেন ব্রুক। ব্রুক দলের ৪৭৪ রানে আউট হয়ে যান। এর পর ৫০৬ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় ইংল্যান্ড। ক্রিস ওকসকে খালি হাতে ফেরান হ্যাজলেউড। আর মার্ক উডকে (৬ রান) বোল্ড করেন তিনি। সেই সময়ে জনি বেয়ারস্টোর হাল ধরেন। তাঁর খারাপ উইকেটকিপিং, তাঁর ফর্ম- সব কিছু নিয়ে সমালোচনা চলছিল। তাঁরই জবাব দেওয়ার জন্য তিনি এদিন যেন নিজেকে নিংড়ে দেন। তবে তাঁর ভাগ্য খারাপ তাঁর ৯৯ রানের মাথায় গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। কেউ তাঁকে ১০০ হওয়ার জন্যও সঙ্গত করতে পারেননি।

আরও পড়ুন: PCB-কে ডজ দিয়ে আগেভাগেই Asia Cup-এর সূচি প্রকাশ জয় শাহের, রাগে ফুঁসছে পাকিস্তান

১০টি চার এবং চারটি ছয়ের হাত ধরে মাত্র ৮১ বলে ৯৯ করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। একশো রান আর তাঁর করে ওঠা হয়নি। মাঝে স্টুয়ার্ট ব্রড ১০ বলে ৭ রান করে হ্যাজলেউডের বলেই আউট হয়ে যান। এর পরেও ১০৮তম ওভারের তৃতীয় বলে দু’রান নিতে গিয়েছিলেন বেয়ারস্টো। তা হলেই শতরান পূরণ হয়ে যেত তাঁর। কিন্তু অস্ট্রেলিয়ার ফিল্ডারের দক্ষতায় দু’রান নিতে পারেননি। ফলে ক্যামেরন গ্রিনের সেই ওভারে অ্যান্ডারসনকে তিনটি বল খেলতে হত। ১৮ বলে ৫ করে এলবিডব্লিউ হন অ্যান্ডারসন। ডিআরএস নিয়েও লাভ হয়নি। অধরা থেকে যায় বেয়ারস্টোর সেঞ্চুরি। ৫৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অজিদের হয়ে হ্যাজলেউড একাই পাঁচ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন। এক উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।

২৭৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ফের বিপর্যের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মার্ক উডের আগুনে পারফরম্যান্সে কোণঠাঁসা অজিরা। দলের ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। মার্ক উডের বলের সুইং বুঝতে না পেরে উসমান খোয়াজা খোঁচা মেরে উইকেটকিপার বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসেও ডেভিড ওয়ার্নারের তথৈবচ দশা। ৫৩ বলে ২৮ করে সাজঘরে ফেরেন তিনি। ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে যান তিনি। স্টিভ স্মিথও এদিন ব্যর্থ হন। ৩৮ বলে ১৭ করে আউট হন স্মিথ। উডের বলে বেয়ারস্টো ক্যাচ ধরেন স্মিথের। ট্রেভিস হেড মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। উডের বলে ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন রয়েছেন মার্নাস ল্যাবুশেন (৪৪ রান) এবং মিচেল মার্শ (১ রান)। ইনিংসে হার বাঁচাতে পারবে তো অজিরা?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.