বাংলা নিউজ > ময়দান > তেন্ডুলকরকে বল করতে চাইতেন না অজি স্পিড স্টার! শোয়েব আখতারের সামনে রহস্য ফাঁস করলেন ব্রেট লি

তেন্ডুলকরকে বল করতে চাইতেন না অজি স্পিড স্টার! শোয়েব আখতারের সামনে রহস্য ফাঁস করলেন ব্রেট লি

অজি স্পিড স্টার ব্রেট লির সঙ্গে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার

জেনে নিন কেন সচিন তেন্ডুলকরকে বল করতে চাইতেন না অজি স্পিড স্টার ব্রেট লি!

অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি বলেছেন যে তিনি সচিন তেন্ডুলকরের সামনে বোলিং করতে লজ্জা পেতেন। কারণ সচিনের ব্যাটিং কৌশল খুব শক্তিশালী ছিল। ব্রেট লি তার ইউটিউব চ্যানেলে প্রতিদ্বন্দ্বী শোয়েব আখতারকে একথা বলেন। শোয়েব আখতার এই শোতে ব্রেট লিকে অনেক প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল যে কোন ব্যাটসম্যানের সামনে তিনি বল করতে অপছন্দ করতেন? এ নিয়ে সচিনের নাম নেন ব্রেট লি। ব্রেট লি বলেন, ‘সচিন তেন্ডুলকর, কারণ তিনি খুব ভালো ব্যাটসম্যান ছিলেন। তার দারুণ কৌশল ছিল।’

ব্রেট লি ছিলেন তার যুগের কিংবদন্তি ফাস্ট বোলার এবং সচিন ছিলেন সেই যুগের মহান ব্যাটসম্যান। ক্রিকেটপ্রেমীরা সব সময়ই অধীর আগ্রহে অপেক্ষা করতেন এই দুজনের মুখোমুখি হওয়ার জন্য। কঠিনতম ব্যাটসম্যানের এই প্রশ্নের পর ব্রেট লিকে একের পর এক অনেক প্রশ্ন করলেন শোয়েব আখতার। শোয়েব আখতারের সব প্রশ্নের দ্রুত উত্তর দিলেন ব্রেট লি। শোয়েব যখন ব্রেট লিকে জিজ্ঞেস করেছিলেন কোন বোলারকে তিনি সর্বকালের সেরা বোলার হিসেবে বিবেচনা করেন, ব্রেট লি তাতে মুথাইয়া মুরলিধরনের নাম নেন। ব্রেট লি বলেন, ‘স্পিন বোলিং মোকাবেলা করা আমার কাছে খুব কঠিন ছিল। তাই এই প্রশ্নের আমার উত্তর মুথাইয়া মুরলিধরন।’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সম্পর্কে ব্রেট লির মতামতও জেনেছেন শোয়েব। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিসের নাম নেন ব্রেট লি। ব্রেট লি বলেছেন, ‘জ্যাক কালিস সর্বকালের সেরা অলরাউন্ডার খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে তার নামে ২৯২ উইকেট রয়েছে। রানের দিক থেকে তিনি রিকি পন্টিংয়ের সমান, তাই হ্যাঁ তিনি দুর্দান্ত খেলোয়াড়।’

ব্রেট লি ২০০২ সালের একটি ঘটনার কথা বলেন। কলম্বোতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার একটি টেস্ট ম্যাচের একটি ঘটনার কথা বলেন অজি পেস বোলার। অজি ক্রিকেটার স্মরণ করে বলেন সেই সময় মাঠের পরিস্থিতি উত্তপ্ত ছিল। আখতার দিনের বেশিরভাগ সময় প্রায় ১৪৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান বোলার স্মরণ করেছেন কিভাবে আখতার অ্যাডাম গিলক্রিস্টকে আউট করেন এবং এরপরে তিনি ব্যাট করতে নেমেছিলেন। লি বলেন যে তাকে হ্যাটট্রিক বলের মুখোমুখি হতে হয়েছিল। এটি ব্যাপকভাবে সুইং এবং রিভার্সিং করেছিল। অজি বোলার বলেন যে প্রথম বলটা তার মুখে আঘাত করে এবং দ্বিতীয়টি তার নিতম্বে আঘাত করেছিল। শোয়েবের সেই ডেলিভারির পরে ব্রেট লি মাটিতে পড়ে যান। লি সেই ঘটনার কথা মনে করে বলেন, ‘আমি ভাবছিলাম আমাকে একজন স্নাইপারের সামনে ফেলে দেওয়া হয়েছিল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন