বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Asian Cup: আমি বা দল গোল করতে পারছি না, এটা বড় সমস্যা- সিরিয়া ম্যাচে সেই খরা কাটিয়ে পরের রাউন্ডে উঠতে মরিয়া সুনীলরা

AFC Asian Cup: আমি বা দল গোল করতে পারছি না, এটা বড় সমস্যা- সিরিয়া ম্যাচে সেই খরা কাটিয়ে পরের রাউন্ডে উঠতে মরিয়া সুনীলরা

সুনীল ছেত্রী।

ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ১১ ধাপ এগিয়ে রয়েছে সিরিয়া। এই দলটি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতের মতো একটিও ম্যাচ জিততে পারেনি এবং একটিও গোল দিতে পারেনি। অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের তুলনায় সহজ প্রতিপক্ষ সিরিয়া। কিন্তু সুনীলরা কি পারবেন, সিরিয়াকে আটকাতে?

এএফসি এশিয়ান কাপের নক আউট পর্বে ওঠার সম্ভাবনা ভারতের কার্যত শেষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের সামনে সিরিয়া। আশা বাঁচিয়ে রাখতে হলে, সিরিয়ার বিরুদ্ধে জিততে হবে। অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের কাছে বাজে ভাবে হেরে গিয়ে সব স্বপ্ন কার্যত শেষ। তবে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী কিন্তু সিরিয়া ম্যাচ থেকে ইতিবাচক ফলের আশা করছেন।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বিশ্বের ৯১ নম্বর দল সিরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। এ ছাড়াও নির্ভর করতে হবে অন্যান্য গ্রুপের ম্যাচের উপর। গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলও শেষ ষোলোয় যেতে পারে। সোমবার সাংবাদিকদের সুনীল ছেত্রী বলছিলেন, ‘আমি বা দল গোল করতে পারছি না, এটা একটা বড় সমস্যা ঠিকই। তবে গোল করতে পারব না, এমন কথা মাথায় রেখে মাঠে নামি না আমরা। উজবেকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। গত ম্যাচে রাহুলের হেড, মহেশের শট ও আমার ডিফ্লেকশনের কথাই ধরুন। কিন্তু একই রকমের সুযোগ প্রতিপক্ষরা তৈরি করে সফল হয়েছে। বড় বড় টুর্নামেন্টে এই ছোট ছোট ব্যাপারই ফারাক তৈরি করে দেয়। আশা করি, আসন্ন ম্যাচে আর একই ভুল হবে না। এই সমস্যার সমাধান করতে পারব।’

ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ১১ ধাপ এগিয়ে রয়েছে সিরিয়া। এই দলটি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতের মতো একটিও ম্যাচ জিততে পারেনি এবং একটিও গোল দিতে পারেনি। অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের তুলনায় সহজ প্রতিপক্ষ সিরিয়া। সুনীল বলেছেন, ‘প্রায় সম মানের দলের বিরুদ্ধে খেলাটা তুলনায় সোজা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে (মূলপর্বে) খেলা বা উজবেকিস্তানের মতো বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা দলের মোকাবিলা করা মোটেই সোজা নয়। কারণ, ওদের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত নই আমরা।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘গত দু'টি ম্যাচে আমাদের যে রকম শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল, এই ম্যাচেও সে রকমই চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। এই ব্যাপারটা আমাদের আগে থেকেই জানা ছিল। প্রথম দুই ম্যাচেই এর অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো শোধরানোই বেশি গুরুত্বপূর্ণ এখন। কোনও কোনও ভুলের জন্য গোলও খেতে হয়েছে আমাদের। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে খেলে শারীরিক ফুটবল নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, তা এই ম্যাচে কাজে লাগবে। ওরাও আমাদের বিরুদ্ধে শারীরিক সুবিধা কাজে লাগাতে চেষ্টা করবে।’

সুনীলের সতীর্থরাও সিরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখার ব্যাপারে আশাবাদী। দলের তারকা আক্রমণাত্মক মিডফিল্ডার লালিয়ানজুয়ালা ছাংতে সোমবার indiansuperleague.com কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা যা করতে চেয়েছিলাম পারিনি। তবে শেষ ম্যাচে আমরা কিছু করে দেখাতে চাই। আমাদের সবার ইতিবাচক মনোভাব রয়েছে। শেষ ম্যাচে কী করতে হবে আমরা জানি। প্রস্তুতি খুব ভাল হচ্ছে। প্রত্যেকেই ১২০ শতাংশ দিতে প্রস্তুত। যে কোনও ফল হতে পারে এই ম্যাচে। আমরা এই ম্যাচে সমর্থকদের খুশি করতে চাই ও নিজেরাও সন্তুষ্ট হয়ে দেশে ফিরতে চাই।’

গত দুই ম্যাচে ২২টি শট নিলেও একটিও গোল পায়নি ভারত। এই প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘সিরিয়া ম্যাচে আমাদের গোল করতে হবে। জেতাই লক্ষ্য। নক আউটে ওঠার রাস্তা আমরা নিজেরাই নির্দিষ্ট করতে চাই। অন্যদের দিকে তাকিয়ে থাকতে চাই না। এই ম্যাচের জন্য নিজেদের মানসিক ও শারীরিক ভাবে খুব ভালো ভাবে প্রস্তুত করেছি আমরা। দলের সবাই এই ম্যাচকে খুবই গুরুত্ব দিচ্ছে। আমরা চাপে ভুগছি না। বরং দলের ছেলেরা সবাই দায়িত্ব নিতে প্রস্তুত, ওদের সেই অভিজ্ঞতাও আছে। নিজেদের কৌশল কার্যকর করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারত যথেষ্ট উন্নতি করছে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে এই ম্যাচ জিতে আমরা দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.