বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Champions League: গোল করেও দলকে জেতাতে ব্যর্থ রোনাল্ডো, AFC চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আল নাসেরের

AFC Champions League: গোল করেও দলকে জেতাতে ব্যর্থ রোনাল্ডো, AFC চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আল নাসেরের

গোল করার মরিয়া চেষ্টা রোনাল্ডোর। ছবি-রয়টার্স (REUTERS)

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল আল নাসের। আল আইনের বিরুদ্ধে টাইব্রেকারে হারের মুখ দেখতে হল রোনাল্ডোদের।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাহিনী। ঠিক যেন তীরে এসে তরী ডোবার মত ব্যাপার। লীগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারল না আল নাসের। আক্ষরিক অর্থে ম্যাচ জিতেও জয় স্বাদ পেল না তারা। শেষে পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতে নেয় বিপক্ষ দল আল আইন। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা। তবে গোটা স্টেডিয়াম এই দিন একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হয়। গোলের বন্যা বয়ে গোটা ম্যাচ জুড়ে। দুই লেগ মিলিয়ে দুই দলেরই দাড়ায় ৪ গোল। অর্থাৎ প্রথম লেগের ম্যাচে ০-১ গোলে জেতে আল আইন। তাই পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দলকে বেছে নেওয়া হয়।

মঙ্গলবার, অর্থাৎ ১২ মার্চ মুখোমুখি হয় আল নাসের ও আল আইন। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল আল আইন। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে দুই দল। তবে ২৮ মিনিটের মাথায় গোল করে আল আইনকে এগিয়ে দেয় রাহিমি। ৪৫ মিনিট হতেই তিনি আরও একটি গোল করেন এবং ২ গোলে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘোরাতে শুরু করেন আল নাসেরের ঘারিব।

দ্বিতীয়ার্ধ পুরোপুরি যায় রোনাল্ড বাহিনীর পক্ষে। ৫১ মিনিটের মাথায় খালিদের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা এবং স্কোর দাঁড়ায় ২-২। এরপর চলতে থাকে লাগাতার আক্রমণ যার জেরে চাপে পড়ে আল আইনের রক্ষণভাগ। ৭২ মিনিটের মাথায় টেলসের গোলে এগিয়ে যায় আল নাসের। যদিও আক্রমণ অব্যাহত রাখে তারা। কিন্তু এদিন সহজ গোলের সুযোগ নষ্ট করেন সিআর সেভেন। নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায়, গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৩ মিনিটের মাথায় ম্যাচে আবার সমতা ফেরে। সৌজন্যে আল শামসির গোল। ম্যাচের স্কোর দাঁড়ায় ৩-৩। ফলে অতিরিক্ত সময়েও ফলাফল হয়নি।

যদিও এখনও দুই লেগ মিলিয়ে পিছিয়ে ছিল আল নাসের। অতিরিক্ত সময়ের শেষদিকে পেনাল্টিতে গোল করে সমতা ফেরান রোনাল্ডো। ১১৮ মিনিটের মাথায় গোলটি করেন তিনি এবং ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্বে। কিন্তু সেখানে ৩-১ গোলে পরাজিত হয় তারা। দলের হয়ে একটি মাত্র গোল করেন রোনাল্ডোই। আল নাসেরের হয়ে পেনাল্টি কিক নেন রোনাল্ডো, ওটাভিও, টেলেস ও ব্রজোভিচ। অন্যদিকে আল আইনের হয়ে কিক নেন আল শামসি, রোমেরো ও রাহিমি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.