এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাহিনী। ঠিক যেন তীরে এসে তরী ডোবার মত ব্যাপার। লীগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারল না আল নাসের। আক্ষরিক অর্থে ম্যাচ জিতেও জয় স্বাদ পেল না তারা। শেষে পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতে নেয় বিপক্ষ দল আল আইন। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা। তবে গোটা স্টেডিয়াম এই দিন একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হয়। গোলের বন্যা বয়ে গোটা ম্যাচ জুড়ে। দুই লেগ মিলিয়ে দুই দলেরই দাড়ায় ৪ গোল। অর্থাৎ প্রথম লেগের ম্যাচে ০-১ গোলে জেতে আল আইন। তাই পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দলকে বেছে নেওয়া হয়।
মঙ্গলবার, অর্থাৎ ১২ মার্চ মুখোমুখি হয় আল নাসের ও আল আইন। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল আল আইন। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে দুই দল। তবে ২৮ মিনিটের মাথায় গোল করে আল আইনকে এগিয়ে দেয় রাহিমি। ৪৫ মিনিট হতেই তিনি আরও একটি গোল করেন এবং ২ গোলে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘোরাতে শুরু করেন আল নাসেরের ঘারিব।
দ্বিতীয়ার্ধ পুরোপুরি যায় রোনাল্ড বাহিনীর পক্ষে। ৫১ মিনিটের মাথায় খালিদের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা এবং স্কোর দাঁড়ায় ২-২। এরপর চলতে থাকে লাগাতার আক্রমণ যার জেরে চাপে পড়ে আল আইনের রক্ষণভাগ। ৭২ মিনিটের মাথায় টেলসের গোলে এগিয়ে যায় আল নাসের। যদিও আক্রমণ অব্যাহত রাখে তারা। কিন্তু এদিন সহজ গোলের সুযোগ নষ্ট করেন সিআর সেভেন। নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায়, গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৩ মিনিটের মাথায় ম্যাচে আবার সমতা ফেরে। সৌজন্যে আল শামসির গোল। ম্যাচের স্কোর দাঁড়ায় ৩-৩। ফলে অতিরিক্ত সময়েও ফলাফল হয়নি।
যদিও এখনও দুই লেগ মিলিয়ে পিছিয়ে ছিল আল নাসের। অতিরিক্ত সময়ের শেষদিকে পেনাল্টিতে গোল করে সমতা ফেরান রোনাল্ডো। ১১৮ মিনিটের মাথায় গোলটি করেন তিনি এবং ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্বে। কিন্তু সেখানে ৩-১ গোলে পরাজিত হয় তারা। দলের হয়ে একটি মাত্র গোল করেন রোনাল্ডোই। আল নাসেরের হয়ে পেনাল্টি কিক নেন রোনাল্ডো, ওটাভিও, টেলেস ও ব্রজোভিচ। অন্যদিকে আল আইনের হয়ে কিক নেন আল শামসি, রোমেরো ও রাহিমি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।