আইএসএলের শুরুতেই পরপর দুই ম্যাচে জয় পেল ভারত। কেরল ব্লাস্টার্সকে ৪-২ হারানোর পর ডার্বিতে এসসি-ইস্টবেঙ্গলকে ৩-০ উড়িয়ে দিল এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত আইএসএলের কোনও দল পরপর দুই ম্যাচে জয় পায়নি। ২ ম্যাচ খেলে দু'টিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ডার্বি জয়ের পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নিজের উচ্ছ্বাসেরকথা গোপন করেননি রাশভারী স্প্যানিশ কোচ।
শনিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে যা বললেন হাবাস:
দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস
‘খেলাটাকে ভাল করে গোছানোর কথা বলেছিলাম ওদের। তার পরে ব্যক্তিগত দক্ষতার কথা। ওরা খুব ভাল খেলেছে আজ। শৃঙ্খলা, সফল প্রচেষ্টা—সব দিক থেকেই মন জয় করে নেওয়ার মতো খেলেছে। ওদের খেলায় আমি খুবই খুশি।’
ছক কষে ডার্বি জয়
‘এ ভাবে আক্রমণাত্মক ফুটবলের প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আমাদের ছেলেরা ৪০ মিনিট পর্যন্ত সেই প্রস্তুতি অনুযায়ী খেলার পরে একটু গা ছাড়া ভাব এসে যায়। যার ফলে ওদেরও গোলের সুযোগ এসে যায়। আমরাও আরও গোলের সুযোগ পেয়েছিলাম। তবে আজ আর ছেলেদের কিছুই বলব না। ওদের পারফরম্যান্সে আমি খুশি। দুই ম্যাচে ছয় পয়েন্ট খুবই ভালো। আর গোল পার্থক্যও আমাদের যথেষ্ট ভাল। ওটাও তো গুরুত্বপূর্ণ।’
গোল হজম না করার স্ট্র্র্যাটেজি
‘শৃঙ্খলা ও মানসিকতার দিক থেকে আজ আমাদের ছেলেরা কমপ্লিট পারফরম্যান্স দেখিয়েছে। আজ আমাদের পরিকল্পনাই ছিল গোল দেব কিন্তু গোল খাব না। গত ম্যাচে দু’গোল খেতে হয়েছিল আমাদের। এটা ভাল নয়। এই ম্যাচেও তিন পয়েন্ট পাওয়ায় তাই ভালই লাগছে।’
জনি কাউকোর পারফরম্যান্স
‘আপনারা জানেন, দলের একজন খেলোয়াড়ের কথা আমি আলাদা করে বলি না। তবে কাউকো সত্যিই খুব ভাল ফুটবলার এবং এই মরশুমে ও আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য।’
ভুল-ত্রুটি নিয়ে কাটাছেঁড়া
‘আগে ফুটবলাররা রিকভার করুক। তার পরে আমাদের বসে বিশ্লেষণ করতে হবে, এই ম্যাচে আমাদের কী কী ভুল হয়েছে। সেগুলো আগে শোধরাতে হবে। তার পরে পরের ম্যাচের বিপক্ষকে () নিয়ে ভাবা যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।