বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > দেশের জন্য খেলতে গিয়ে চোট, গোটা মরশুম খেলতে পারবেন না কুরুনিয়ান! পাশে থাকার প্রতিশ্রুতি মোহনবাগানের

দেশের জন্য খেলতে গিয়ে চোট, গোটা মরশুম খেলতে পারবেন না কুরুনিয়ান! পাশে থাকার প্রতিশ্রুতি মোহনবাগানের

চোট পাওয়া আশিক কুরুনিয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দিল মোহনবাগান (ছবি-পিটিআই)

মোহনবাগান ক্লাবের তরফে নিশ্চিত করা হয়েছে এই হাঁটুর চোটের কারণেই চলতি মরশুমে আর খেলা হবে না আশিক কুরুনিয়ানের। পাশাপাশি ক্লাবের তরফে আরও জানানো হয়েছে ফুটবলারটির সমস্ত চিকিৎসার খরচ থেকে শুরু করে রিহ্যাবের যে খরচ সব ক্লাবের তরফে বহন করা হবে।

শুভব্রত মুখার্জি: ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের আইএসএল। তার আগেই খারাপ খবর এল মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের জন্য। হাঁটুর গুরুতর চোটে মরশুম শেষ হয়ে গেল তারকা ফুটবলার আশিক কুরুনিয়ানের। সদ্য শেষ হওয়া কিংস কাপে ভারতের হয়ে ইরাকের বিরুদ্ধে খেলার সময়ে হাঁটুতে গুরুতর চোট পান আশিক কুরুনিয়ান। প্রথমে মনে করা হয়েছিল চোটের কারণে হয়তো কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আশিককে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পরে আসে আরও খারাপ খবর। ক্লাবের তরফে নিশ্চিত করা হয়েছে এই হাঁটুর চোটের কারণেই চলতি মরশুমে আর খেলা হবে না আশিক কুরুনিয়ানের। পাশাপাশি ক্লাবের তরফে আরও জানানো হয়েছে ফুটবলারটির সমস্ত চিকিৎসার খরচ থেকে শুরু করে রিহ্যাবের যে খরচ সব ক্লাবের তরফে বহন করা হবে।

আশিক কুরুনিয়ানের এই চোটের ফলে ক্লাব বনাম ফেডারেশনের লড়াই যে আরও তীব্রতর হতে চলেছে তা বলাই যায়। সামনে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের হয়ে ফুটবলার ছাড়তে দীর্ঘ টালবাহানা করেছে ক্লাবগুলো। এআইএফএফের সঙ্গে দীর্ঘ আলোচনায় কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়তে রাজি হয়েছে ক্লাবগুলো। ফলে নতুন করে এশিয়ান গেমসের পরিবর্তিত ফুটবল দল ঘোষণা করেছে এআইএফএফ। আর এমন আবহে আশিক কুরুনিয়ানের এই চোট পরিস্থিতি নিঃসন্দেহে ফের ঘৃতাহুতি করবে পুরনো বিতর্কে। আশিক কুরুনিয়ানের ঘটনা সামনে রেখে ক্লাবগুলো জাতীয় দলের হয়ে ফুটবলার ছাড়তে যে এখন থেকে নিমরাজি থাকবেন তা বলাই যায়।

আশিক কুরুনিয়ানের হাঁটুর চোট ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে ডাক্তারদের। কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে এই চোট পান তিনি। তাঁর হাঁটুর লিগামেন্টে মূলত এই চোট লেগেছে। ম্যাচে ভারতকে অবশ্য হারতে হয়েছিল ২-১ গোলে। উইঙ্গার আশিকের এমআরআই করানো হয়। যেখানে দেখা গিয়েছে তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। চলতি বছরেই বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আশিক কুরুনিয়ান। মোহনবাগানের তরফে অবশ্য গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে। তারা দাবি করেছেন প্রথম থেকেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা প্রথমে আশিকের চোটকে গুরুত্ব দেননি। সময়মতো তা দিলে হয়তো আরও তাড়াতাড়ি সমস্যার সমাধান হতে পারত। মোহনবাগানের সামনেই চ্যালেঞ্জ রয়েছে আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে। আশিক কুরুনিয়ানের অনুপস্থিতিতে সেই ক্ষেত্রে মোহনবাগান হয়তো লিস্টন কোলাসোকে আর নাও ছাড়তে পারে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন