ডায়মন্ড হারবার এফসি শুভেচ্ছা জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর হবে নাই বা কেন, তাঁর দল যে জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল। রবিবার কলকাতা লিগের প্রথম ম্যাচে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। দু’টি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। রবিবার, ২৫ জুন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হল। তবে ম্যাচের গতিপ্রকৃতি মোটেও ডায়মন্ড হারবার এফসির পক্ষে ছিল না। তবে বিরতির পরই যেন সব বদলে গেল।
আসলে ডায়মন্ডহারবার এফসির কোচ কিবু ভিকুনা। মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন। কলকাতা ময়দান সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তেমনই সাদার্ন সমিতির কোচ রঞ্জন ভট্টাচার্যর অভিজ্ঞতাও কম নয়। কিন্তু মগজাস্ত্রে শেষ দিকে বাজিমাত করলেন ভিকুনারই। দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন করেন ডায়মন্ডহারবার এফসি কোচ। সেই পরিবর্তন দুটো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
ম্যাচের কথা বললে, এদিন প্রথম থেকে আক্রমণ করতে শুরু করে সাদার্ন সমিতি। সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না ডায়মন্ড হারবার এফসি। গোলের সামনে গিয়ে একাধিক সুযোগ নষ্ট করেছিল তারা। উল্টোদিকে বেশ কয়েকবার গোল করার জায়গায় চলে এসেছিল সাদার্নও। কিন্তু সঠিক স্ট্রাইকারের অভাবে গোল করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে যেন অন্য ডায়মন্ড হারবারকে দেখা গেল। কিবু ভিকুনার দল অনেক বেশি আগ্রাসী হয়ে নেমেছিল। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন সুপ্রতিপ বারুইয়ের। তিন মিনিট পরে দ্বিতীয় গোল করেন সুপ্রিয় পণ্ডিত। ম্যাচের পরে শুভেচ্ছা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিশোরভারতী স্টেডিয়ামে লেজার শো, নাচে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খেলা শুরু হয়। এদিন আলোর রোশনাই লেজার শো দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। দেখা যায় বাংলা সংস্কৃতির লোকনৃত্য। পুলিশ ব্যান্ডের কুচকাওয়াজ। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ বছরের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন এ ' র খেলা। উদ্বোধনী ম্যাচে উপস্থিত খেলোয়াড় দের সঙ্গে পরিচিত হন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্তরা। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, মহমেডান স্পোর্টিং কর্তা কামারউদ্দিন। কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ কে ঘিরে দর্শক উন্মাদনাও চোখের পড়ার মতো ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হয় খেলা। মাঠ খারাপ হওয়ার ঝুঁকি এড়ানো এবং প্লেয়াররা যাতে গুরুতর চোট না পায়, সে কারণেই ম্যাচ অফিসিয়ালরা খেলা শুরুর জন্য কিছুটা অপেক্ষা করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।