বক্সের বাইরে বল ছিল জেসিন টিকের পায়ে। সামনে ছিলেন এরিয়ানের তিনজন ডিফেন্ডার। বেশিরভাগ সময়ে এমন ক্ষেত্রে রক্ষণের ভিড়ে বল হারানোই স্বাভাবিক। তবে ইস্টবেঙ্গলের জেসিন টিকে যেভাবে মাপা শটে বল জড়ান এরিয়ানের জালে, তা এককথায় অনবদ্য।
শনিবার নৈহাটিতে কলকাতা ফুটবল লিগের ম্যাচে সম্মুখসমরে নামে ইস্টবেঙ্গল ও এরিয়ান ক্লাব। ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট গোলশূন্য থাকে। তবে ইনজুরি টাইমে এরিয়ানের গোলমুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। ৪৫+২ মনিটে জেসিনের গোলে ১-০ লিড নেয় লাল-হলুদ শিবির।
বিষ্ণুর বাড়িয়ে দেওয়া পাস থেকে বল ধরে ধীরে ধীরে এরিয়ান বক্সের দিকে এগিয়ে যান জেসিন। ঠিক সামনেই ভি-শেপে এরিয়ানের তিনজন ডিফেন্ডার তৎপর ছিলেন। তেকাঠির নীচে সজাগ ছিলেন এরিয়ান গোলরক্ষক আকাশ মণ্ডল।
জেসিন বক্সের ঠিক বাইরে থেকে বাঁ-পায়ের নিয়ন্ত্রিত শটে গোল করেন। তিনি জোরে শট নেওয়ার চেষ্টা করেননি মোটেও। সচরাচর দূরপাল্লার জোরালো শটে গোল করতে দেখা যায় ফুটবলারদের। এক্ষেত্রে এরিয়ান ডিফেন্ডারদের পায়ের ফাঁক খুঁজে পোস্টের ধার ঘেঁষে বল জালে ঠেলেন জেসিন। চেষ্টা করেও বলের নাগাল পাননি আকাশ।
জেসিন ডেডলক ভাঙার কিছুক্ষণের মধ্যেই ইস্টবেঙ্গল আরও একটি গোল পেয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমেই লাল-হলুদ শিবিরের হয়ে দ্বিতীয় গোলটি করেন আমন সিকে। ৪৫+৫ মিনিটে বক্সের ভিতর থেকে বাঁ-পায়ের মাপা শটে গোল করেন আমন। তিনি গোলকিপারকে এড়িয়ে আলতো শটে বল ঠেলে দেল দ্বিতীয় পোস্টের দিকে। বল জড়িয়ে যায় এরিয়ানের জালে।
প্রথমার্ধে করা এই জোড়া গোলে ভর করেই শেষমেশ ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে উভয় দল একাধিক সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের শেষ রক্ষণ ভেদ করতে পারেনি। ফলে ২-০ গোলে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
এরিয়ানের বিরুদ্ধে এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে। তারা বি-গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করে। পাশাপাশি সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রাখে লাল-হলুদ শিবির। এরিয়ান এই ম্যাচ জিতলে তারা ইস্টবেঙ্গলকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে আসত। তবে ম্যাচ হেরে বসায় সেই সুযোগ হাতছাড়া হয় এরিয়ানের। ৯ ম্যাচে ১৮ পয়েন্টেই আটকে থাকে তারা। ফলে তাদের সুপার সিক্সে যাওয়ার লড়াই কঠিন হয়।
২টি গ্রুপ থেকে ৩টি করে দল সুপার সিক্সে জায়গা করে নেবে। বি-গ্রুপ থেকে সুপার সিক্সে যেতে হলে এরিয়ানকে জোর টক্কর চালাতে হবে ভবানীপুর (৮ ম্যাচে ২০ পয়েন্ট) ও খিদিরপুরের (৯ ম্যাচে ১৯ পয়েন্ট) সঙ্গে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।