বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal vs Aryan: তিনজন ডিফেন্ডারের চোখে ধুলে দিয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল জেসিনের- ভিডিয়ো

East Bengal vs Aryan: তিনজন ডিফেন্ডারের চোখে ধুলে দিয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল জেসিনের- ভিডিয়ো

দূরপাল্লার শটে গোল করছেন জেসিন। ছবি- টুইটার।

East Bengal vs Aryan Club CFL 2023: এরিয়ানের তিনজন ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে গোল করেন ইস্টবেঙ্গলের জেসিন। দেখুন সেই দৃষ্টিনন্দন গোলের ভিডিয়ো।

বক্সের বাইরে বল ছিল জেসিন টিকের পায়ে। সামনে ছিলেন এরিয়ানের তিনজন ডিফেন্ডার। বেশিরভাগ সময়ে এমন ক্ষেত্রে রক্ষণের ভিড়ে বল হারানোই স্বাভাবিক। তবে ইস্টবেঙ্গলের জেসিন টিকে যেভাবে মাপা শটে বল জড়ান এরিয়ানের জালে, তা এককথায় অনবদ্য।

শনিবার নৈহাটিতে কলকাতা ফুটবল লিগের ম্যাচে সম্মুখসমরে নামে ইস্টবেঙ্গল ও এরিয়ান ক্লাব। ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট গোলশূন্য থাকে। তবে ইনজুরি টাইমে এরিয়ানের গোলমুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। ৪৫+২ মনিটে জেসিনের গোলে ১-০ লিড নেয় লাল-হলুদ শিবির।

বিষ্ণুর বাড়িয়ে দেওয়া পাস থেকে বল ধরে ধীরে ধীরে এরিয়ান বক্সের দিকে এগিয়ে যান জেসিন। ঠিক সামনেই ভি-শেপে এরিয়ানের তিনজন ডিফেন্ডার তৎপর ছিলেন। তেকাঠির নীচে সজাগ ছিলেন এরিয়ান গোলরক্ষক আকাশ মণ্ডল।

জেসিন বক্সের ঠিক বাইরে থেকে বাঁ-পায়ের নিয়ন্ত্রিত শটে গোল করেন। তিনি জোরে শট নেওয়ার চেষ্টা করেননি মোটেও। সচরাচর দূরপাল্লার জোরালো শটে গোল করতে দেখা যায় ফুটবলারদের। এক্ষেত্রে এরিয়ান ডিফেন্ডারদের পায়ের ফাঁক খুঁজে পোস্টের ধার ঘেঁষে বল জালে ঠেলেন জেসিন। চেষ্টা করেও বলের নাগাল পাননি আকাশ।

আরও পড়ুন:- শিলিগুড়ির ঋদ্ধিকেও হার মানালেন শিলিগুড়ির রিচা, The Hundred-এ অবিশ্বাস্য ক্যাচ বাংলার উইকেটকিপারের- ভিডিয়ো

জেসিন ডেডলক ভাঙার কিছুক্ষণের মধ্যেই ইস্টবেঙ্গল আরও একটি গোল পেয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমেই লাল-হলুদ শিবিরের হয়ে দ্বিতীয় গোলটি করেন আমন সিকে। ৪৫+৫ মিনিটে বক্সের ভিতর থেকে বাঁ-পায়ের মাপা শটে গোল করেন আমন। তিনি গোলকিপারকে এড়িয়ে আলতো শটে বল ঠেলে দেল দ্বিতীয় পোস্টের দিকে। বল জড়িয়ে যায় এরিয়ানের জালে।

প্রথমার্ধে করা এই জোড়া গোলে ভর করেই শেষমেশ ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে উভয় দল একাধিক সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের শেষ রক্ষণ ভেদ করতে পারেনি। ফলে ২-০ গোলে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:- IND vs IRE: ৩১ রানে ৫ উইকেট থেকে ১৩৯-এ পৌঁছয় আয়ারল্যান্ড, তবু বোলারদের খুঁত খুঁজতে রাজি হলেন না বুমরাহ

এরিয়ানের বিরুদ্ধে এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে। তারা বি-গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করে। পাশাপাশি সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রাখে লাল-হলুদ শিবির। এরিয়ান এই ম্যাচ জিতলে তারা ইস্টবেঙ্গলকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে আসত। তবে ম্যাচ হেরে বসায় সেই সুযোগ হাতছাড়া হয় এরিয়ানের। ৯ ম্যাচে ১৮ পয়েন্টেই আটকে থাকে তারা। ফলে তাদের সুপার সিক্সে যাওয়ার লড়াই কঠিন হয়।

২টি গ্রুপ থেকে ৩টি করে দল সুপার সিক্সে জায়গা করে নেবে। বি-গ্রুপ থেকে সুপার সিক্সে যেতে হলে এরিয়ানকে জোর টক্কর চালাতে হবে ভবানীপুর (৮ ম্যাচে ২০ পয়েন্ট) ও খিদিরপুরের (৯ ম্যাচে ১৯ পয়েন্ট) সঙ্গে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.