বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > CFL 2023-এ আজ মাঠে নামছে দুই প্রধান! মোহনবাগানের সামনে টালিগঞ্জ, মহমেডানের প্রতিপক্ষ CFC

CFL 2023-এ আজ মাঠে নামছে দুই প্রধান! মোহনবাগানের সামনে টালিগঞ্জ, মহমেডানের প্রতিপক্ষ CFC

কলকাতা লিগে আজ মোহনবাগানের সামনে প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী (ছবি-টুইটার)

এই ম্যাচে নামার আগে বাগান কোচ বাস্তব রায় বলেছেন টালিগঞ্জ খুব ভালো দল। এটা বাগানের কাছে বেশ কঠিন ম্যাচ হতে চলেছে। টালিগঞ্জের দুটো উইংকে ভয় পাচ্ছেন বাস্তব রায়। এছাড়াও টালিগঞ্জ যে মাঝমাঠে প্রচুর পাস খেলে সেটাও মোহনবাগান কোচকে বেশ ভাবাচ্ছে।

বুধবার কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে এবার টালিগঞ্জ অগ্রগামী। ঘরোয়া লিগের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ বাস্তব রায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে। এই ম্যাচে নামার আগে বাগান কোচ বাস্তব রায় বলেছেন টালিগঞ্জ খুব ভালো দল। এটা বাগানের কাছে বেশ কঠিন ম্যাচ হতে চলেছে। টালিগঞ্জের দুটো উইংকে ভয় পাচ্ছেন বাস্তব রায়। এছাড়াও টালিগঞ্জ যে মাঝমাঠে প্রচুর পাস খেলে সেটাও মোহনবাগান কোচকে বেশ ভাবাচ্ছে।

লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে তিন গোল দিলেও, পাঠচক্রের মতো দলের কাছে এক গোল হজম করতে হয়েছে মোহনবাগানকে। একই সঙ্গে প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশ করার ক্ষেত্রে বেশ সমস্যায় পড়েছিল মোহনবাগান। এই দুটি বিষয় ভাবাচ্ছে মোহনবাগান কোচ বাস্তব রায়কে। ঘরোয়া লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে তাই চোট আঘাত নিয়ে চিন্তা না থাকলেও এই দুটি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন সবুজ মেরুন কোচ। তবে এর মাঝেই টালিগঞ্জের মাঝ মাঠ ভাবাচ্ছে তাঁকে।

মোহনবাগান কোচ বাস্তব রায় বলেন, ‘টালিগঞ্জ দল হিসাবে খুব ভাল। বিশেষ করে দুটো উইং। ওরা মাঝমাঠে প্রচুর পাস খেলছে। খুব শক্ত ম্যাচ হতে চলেছে।’ তিনি আরওববলেন, ‘গত ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি হলেও তিন গোল করেছি। আমাদের এবার সুযোগগুলো আরও কাজে লাগাতে হবে। তার জন্য এই ক’দিন প্রচুর অনুশীলন করানো হয়েছে। আশা করি ভালো ফলই হবে। আমরা আরও ভালো ফুটবল উপহার দেব।’

মোহনবাগানের আক্রমণভাগের তরুণ ফুটবলাররা ইতিমধ্যেই সমর্থকদের মন জয় করেছেন। নজর কেড়েছেন সুমিত রাঠি। এছাড়াও সুহেল ভাট, এনসং সিং ও টাইসন সিংরা দারুণ ছন্দে রয়েছেন। গত ম্যাচে গোল না পেলেও সুহেল ভাট ম্যাচের সেরা হয়েছেন। এমনকী প্রথম ম্যাচে ফরদিন আলিকেও পরিবর্ত হিসাবে ব্যবহার করেছেন বাস্তব। বুধবার প্রথম একাদশে ছোট খাটো পরিবর্তন আনার চিন্তাভাবনা রয়েছে মোহনবাগান কোচের।

তবে প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখেই দ্বিতীয় ম্যাচেও জয় চাইছেন বাস্তব রায়। এদিকে মোহনবাগানের বিরুদ্ধে টালিগঞ্জ অগ্রগামীর কোচ অরিন্দম দেব বলেছেন তিনি মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্বক ফুটবল খেলবেন। প্রথম ম্যাচে যে ভাবে ছোট ছোট পাসে ফুটবল খেলেছিলেন সেভাবেই দ্বিতীয় ম্যাচেও খেলবেন। দলের ছেলেরা যে নিজেদের সেরাটা উজাড় করে দেবে তা মেনে নিয়েছেন টালিগঞ্জ অগ্রগামীর কোচ। এদিকে বুধবারই সিএফসির বিরুদ্ধে মাঠে নামবে মহমেডান। গত দুই মরশুমের চ্য়াম্পিয়নরা হ্যাটট্রিকের স্বপ্ন নিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করতে চলেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঢাকা প্রিমিয়র লিগে ‘মহিলা আম্পায়ার’, মাঠে নামতে চাইলেন না বাংলাদেশের ক্রিকেটাররা কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৮ এপ্রিলের রাশিফল বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই 'আগে ভাবতাম আরএসএস মানে…এখন ভোগ করতে করতে…,' আর কী বললেন মমতা? এ তো পুরো রাজযোটক! র‍্যাপিড ফায়ারে মিলে গেল আদৃত-কৌশাম্বির সব পছন্দ, দেখুন ভিডিও তিনিই গরিবের 'মসিহা', এখন মহা বিপদে পড়েছেন সেই সোনু সুদ, তাঁর সঙ্গে কী ঘটেছে? ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের বয়সকে কাঁচকলা! ৬০ এই আলেজান্দ্রার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি? ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো সুভাষের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতি, বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে FIR

Latest IPL News

১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.