শুভব্রত মুখার্জি: ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্টিম্য়াচের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় সিনিয়র ফুটবল দল। সাম্প্রতিক সময়ে একের পর এক ভালো পারফরম্যান্স করেছেন সুনীলরা। তাদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন বাদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ক্রমতালিকাতেও ভারত উঠে এসেছে প্রথম ১০০'তে। এমন আবহেই সাফ চ্যাম্পিয়নশিপের পরপরেই এশিয়ান কাপের কোয়ালিফায়িং রাউন্ডের লড়াইতে নামবে ভারতীয় দল। আর এই টুর্নামেন্টেই ভারতীয় দলের প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে ক্লিফোর্ড মিরান্ডাকে।
এশিয়ান কাপের কোয়ালিফায়িং রাউন্ডে অংশ নেবে ভারতের অনুর্ধ্ব-২৩ দল। আর ঠিক সেই সময়েই ভারতীয় সিনিয়র দলও খেলবে থাইল্যান্ডে কিংস কাপে। কিংস কাপে সিনিয়র দলের প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন স্টিম্যাচ। আর সেই কারণেই এশিয়ান কাপের কোয়ালিফায়িং রাউন্ডে ভারতীয় দলের প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে ক্লিফোর্ড মিরান্ডাকে। প্রসঙ্গত গত মরশুমে ওড়িশা এফসির সহকারী কোচ হিসেবে সাফল্য পাওয়ার পরেই নজরে পড়েন মিরান্ডা। প্রথম ভারতীয় কোচ হিসেবে জিতে নেন সুপার কাপও।
আরও পড়ুন: মরশুমের প্রথম ডার্বি সম্ভবত ১১ অগস্ট, মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ পিছোতে পারে একদিন
জুনিয়র ভারতীয় দলের জন্য প্রাথমিক ভাবে ৪৫ জন ফুটবলারকে বেছে নিয়েছেন ইগর স্টিম্যাচ। এই ৪৫ জনের মধ্যে থেকেই এবার চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন ক্লিফোর্ড মিরান্ডা। সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে এশিয়াড। যার জন্য চূড়ান্ত ২৩ জনের তালিকা ইতিমধ্যেই বেছে নিয়েছেন স্টিম্যাচ। নিয়মানুযায়ী এশিয়াডের জন্য ফুটবল দল অনুর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়েই গড়তে হয়। যেখানে সর্বোচ্চ তিনজন সিনিয়র ফুটবলারকে দলে রাখা যায়।তবে এই দলে কোন সিনিয়র ফুটবলারকে রাখবেন না স্টিমাচ। জুনিয়রদের সুযোগ দিয়েই তাদেরকে তৈরি করে নিতে চান তিনি। ৪৫ জনের প্রাথমিক তালিকাতে অনিরুদ্ধ থাপা,আশিক কুরুনিয়ান,গুরপ্রীত সিং সাঁধু,আব্দুল সাহখল সামাদদের নাম ছিল। তবে ২৩ জনের যে চূড়ান্ত তালিকা ভারত সংগঠকদের কাছে পাঠিয়েছে, সেই তালিকা থেকে বাদ পড়েছেন তারকারা। তবে তালিকায় রয়েছেন রহিম আলি, আনোয়ার আলির মতন অভিজ্ঞ ফুটবলাররা। রয়েছেন অমরজিৎ সিং কিয়ামও। এশিয়াডের জন্য ১০ দিনের প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।