বছরের পর বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি একের পর এক ইতিহাস রচনা করে চলেছেন। এই বছরেও ইতিহাস গড়ার পালা অব্যাহত। তবে দুই মহাতারকার পাশপাশি রবার্ট লেওয়ানডোস্কি, ইতালি জাতীয় ফুটবল দলও ২০২১ সালে বড় রেকর্ড নিজেদের নাম করেছেন। এক নজরে দেখে নিন কোন পাঁচটি বড় রেকর্ড ভেঙেছে এই বছর।
1/5রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে গোল করে আলি দাইয়ের (১০৯) আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার রেকর্ড ভেঙে দেন রোনাল্ডো। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)
2/5এই বছরই বিগত কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা ইউরোর খেতাব জেতে ইতালি। তবে শুধু তাই নয় ব্রাজিল এবং স্পেনের যুগ্মভাবে নাগাড়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত (৩৫) থাকার রেকর্ডও ভেঙে দেন রবার্তো মানচিনির কোচিংয়ে খেলা আজুরিরা। ছবি- উয়েফা। (Action Images via Reuters)
3/5পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেও এই বছর প্রত্যাবর্তন ঘটিয়েছেন রোনাল্ডো। তবে বয়স ৩৬ হলেও থামার কোনো নামগন্ধ করছেন না তিনি। আর্সেনালের বিরুদ্ধে রেড ডেভিলসের হয়ে জোড়া গোল করে প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে (আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে) ৮০০ গোলের নজির স্পর্শ করেন ‘সিআর৭’। (Action Images via Reuters)
4/5রোনাল্ডো যেখানে একের পর এক গোলের নজির গড়ছেন, সেখানে মেসিও কি খুব পিছিয়ে থাকতে পারেন। এই বছরই কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলের দুই দুইটি রেকর্ড ভেঙে দেন মেসি। বলভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে হ্যাটট্রিক করে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা (আগে ৭৭ গোল করে পেলে ছিলেন এই রেকর্ডের মালিক) লাতিন আমেরিকান ফুটবলার হন। তবে এখানেই শেষ নয়, সদ্য পেলেকে টপকে নিজের কেরিয়ারের ৭৫৮তম গোলটিও করে ফেলেছেন মেসি। কেরিয়ার গোলের বিচারে তালিকায় এখন তাঁর আগে কেবল রোনাল্ডো। ছবি- টুইটার (@ChampionsLeague)। (Action Images via Reuters)
5/5বিগত দুই বছরে অসামান্য ফর্মে রয়েছেন রবার্ট লেওয়ানডোস্কি। মতান্তরে বর্তমানে তিনি বিশ্বের সেরা ফুটবলারও বটে। ২০২১ সালেই পোলিশ স্ট্রাইকার গার্ড মুলারের দুইটি বড় রেকর্ড নিজের নামে করেছেন। এক মরশুমে বুন্দেশলিগায় মুলারের সর্বাধিক গোল (৪০) করার রেকর্ড তো তিনি ভাঙেনই, পাশপাশি এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক বুন্দেশলিগা গোল করার রেকর্ডও হালে নিজের নামে করেছেন বর্তমান বার্য়ান মিউনিখ নয় নম্বর জার্সিধীরী। ছবি- টুইটার। (Action Images via Reuters)