বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ইস্টবেঙ্গলের শিরোপা জয়ের পথে বাধা হয়ে উঠল ওড়িশা এফসি, মুম্বইকে হারিয়ে টানা দ্বিতীয় বার সুপার কাপের ফাইনাল রয় কৃষ্ণরা

ইস্টবেঙ্গলের শিরোপা জয়ের পথে বাধা হয়ে উঠল ওড়িশা এফসি, মুম্বইকে হারিয়ে টানা দ্বিতীয় বার সুপার কাপের ফাইনাল রয় কৃষ্ণরা

মুম্বইকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ওড়িশা।

সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ওড়িশা এফসি। দলের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছেন দিয়েগো মরিসিও। এদিন ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন মরিসিও।

শুভব্রত মুখার্জি: বুধবারেই চলতি কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল দল। আর এর ঠিক একদিন পরে বৃহস্পতিবার নির্ধারিত হয়ে গেল ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ঘটনাচক্রে এই নিয়ে পরপর দুই মরশুম সুপার কাপের ফাইনালে পৌঁছেছে ওড়িশা। এর আগে গত মরশুমেও তারা ফাইনাল খেলেছিল। শুধু খেলেছিল বললে হয়তো সঠিক চিত্রটা তুলে ধরা হল না। গত বার সুপার কাপ জিতেওছিল তারা।

আর সুপার কাপের ফাইনালে জিতেই তারা ছাড়পত্র পেয়েছিল গতবারের এএফসি কাপে খেলার। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ওড়িশা এফসি। দলের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছেন দিয়েগো মরিসিও। এদিন ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন মরিসিও। ফাইনালে পৌঁছে গত বারের চ্যাম্পিয়নরা ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। পাশাপাশি তারা স্বপ্ন দেখছে সুপার কাপ জিতে ফের একবার এএফসি কাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের। আর তাদের এই দুই স্বপ্নের মাঝেই এই মুহূর্তে একমাত্র বাঁধা কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। স্প্যানিশ কোচের হাতে পরে যেন বদলে গিয়েছে গোটা লাল-হলুদ দল। আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকা দলটাই এখন আত্মবিশ্বাসের একেবারে শিখরে। চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানকেও তারা হারিয়েছে সুপার কাপে। নিজেদের সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল দল।

রবিবার খেলা হবে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। যেখানে গত বারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসিকে লড়তে দেখা যাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এদিন ম্যাচের প্রথমার্ধে একদম সমানে সমানে লড়াই হয় মুম্বই এবং ওড়িশার। এদিন মুম্বই তারুণ্য নির্ভর দল মাঠে নামিয়েছিল। মাত্র দু'জন বিদেশি ফুটবলারকে খেলায় মুম্বই। জাতীয় দলের হয়ে এশিয়ান কাপে খেলা ফুটবলাররা এদিন ফিরে আসেন দলে। তবে কোচ পিটার ক্র্যাটকি তাদেরকে বিশ্রাম দেন। আসন্ন আইএসএলের কঠিন মরশুমের কথা মাথাতে রেখেই তাদেরকে এদিন বেঞ্চে রাখা হয়। জাতীয় দলের চার জন ফুটবলার এদিন বেঞ্চে থাকলেও তাদেরকে মাঠে ব্যবহার করেননি পিটার ক্র্যাটকি। এই মাসের শুরুতেই আবার তারা ছেড়ে দিয়েছে স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্টকে। যার প্রভাব তাদের খেলাতে দেখা যায়। গোল করার লোকের অভাব এই ম্যাচে বোধ করছিল তারা। উল্টোদিকে ওড়িশার রয় কৃষ্ণ এবং দিয়েগো মরিসিও জুটি এদিন বিপক্ষকে চাপে রেখেছিল গোটা ম্যাচেই। ৪২ মিনিটের মাথায় ভুল করে বসেন মুম্বই ফুটবলার ফুর্বা। বক্সে বাজে ভাবে ফাউল করে বসেন তিনি। মরিসিওকে করা এই ভুল ট্যাকেলের ফলে পেনাল্টি পায় ওড়িশা। যেখান থেকে গোল করতে ভুল করেননি মরিসিও। আর এই গোলটি ধরে রেখেই ম্যাচে বাজিমাত করে ওড়িশা। মুম্বই সিটি এফসি এই গোল পরিশোধের বেশ কিছু সুযোগ পেয়েছিল ঠিক। তবে তারা গোলের রাস্তা খুঁজে পায়নি। ম্যাচের ইনজুরি সময়ে পরিস্থিতি খারাপ হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন ফুটবলাররা। মুম্বইয়ের তিন তিন জন ফুটবলার লালকার্ড দেখেছেন। ডিফেন্ডার রোজটিন গ্রিফিথ, কার্লোস ডেলগাডোকে জঘন্য ফাউল করে লালকার্ড দেখেন। এর পরেই মারামারিতে জড়ায় দুই পক্ষের ফুটবলাররা। রেফারি হরিশ কুণ্ডু এই ঘটনার জন্য লালকার্ড দেখান দিয়াজ এবং গুরকিরাত সিংকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো মুস্তাফিজুর, চাহারের পর ফের বড় ধাক্কা খেল CSK, দেশে ফিরে গেলেন লঙ্কান পেসারও সিকিমে আসছে বন্দে ভারত! ৫ ঘণ্টায় পৌঁছে যাবেন গুয়াহাটি? ‘আমি খুব স্বার্থপর হয়ত, তাই মায়ের উপর…’ রচনার সামনে একী বললেন মেয়ে! ‘‌বাংলার মা–বোনেদের আত্মসম্মান নিয়ে খেলবেন না’‌, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার ভরসা কেরল! এবার দুই অঙ্কে পৌঁছবে সিপিএমের আসন, আশার বার্তা দলীয় রিপোর্টে IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘ফাটা পাজামা সেলাই করে দাও জুন আন্টি’,ছেঁড়া প্যান্টেই রোম্যান্স! ট্রোলড সুদীপ বারাণসী থেকে ১৪ মে মনোনয়ন জমা মোদীর! শাস্ত্রমতে ওই দিন পড়ছে কোন শুভ তিথি? দেবগুরুর বৃষে অবস্থান, রাশি অনুযায়ী করুন এইকাজ, আর্থিক সমৃদ্ধির সঙ্গে হবে উন্নতি

Latest IPL News

আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.