বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal in Durand Cup 2023: জার্সিতে নয়া স্পনসর ছাড়া সবটাই পুরনো ইস্টবেঙ্গলে! নয়া মরশুমেও মশাল জ্বলবে না?

East Bengal in Durand Cup 2023: জার্সিতে নয়া স্পনসর ছাড়া সবটাই পুরনো ইস্টবেঙ্গলে! নয়া মরশুমেও মশাল জ্বলবে না?

ডুরান্তের শুরুটা ভালো হল না ইস্টবেঙ্গলের। (ছবি সৌজন্যে ডুরান্ড কাপ)

East Bengal vs Bangladesh Army Durand Cup 2023: শেষ তিনটি মরশুমে একেবারেই ভালো ফল করতে পারেনি ইস্টবেঙ্গল। এবার অনেক আশা করা হয়েছিল। কিন্তু মরশুমের প্রথম ম্যাচে যা ঝলক দেখা গেল, তাতে হতাশই হবেন লাল-হলুদ সমর্থকরা। বরং নয়া মরশুম ছাড়া সবটাই পুরনো ইস্টবেঙ্গলের ছবি ধরা পড়ল।

ডুরান্ড ডার্বির আগে ইস্টবেঙ্গল সিনিয়ার দলের মরশুমের প্রথম বড় ম্যাচে সব ফুটবলারকে কার্যত পরীক্ষা-নিরীক্ষার আতস কাঁচের নীচে রাখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে মোট পাঁচটি পরিবর্তন আনেন তিনি। কিন্তু জয় দিয়ে ডুরান্ডের যাত্রা শুরু করাতে ব্যর্থ হলেন স্প্যানিশ কোচ। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামায়, সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উল্লাস ছিল চোখে পড়ার মত। কিন্তু জয়ের স্বাদ না চেখেই ফিরতে হল তাঁদের। 

আরও পড়ুন: EB vs BAF, Durand 2023: কুয়াদ্রাতের একটা ভুলেই জয়ের সুযোগ হাতছাড়া, ড্র করল ইস্টবেঙ্গল

গত মরশুমে ভরাডুবির পর এই মরশুমে দলের খোলস বদলে ফেলেছিলেন লাল-হলুদ কর্তারা। নতুন কোচ, ঝাঁ-চকচকে বিদেশি-খচিত দল, দেশীয় নামী প্লেয়ারেরও অভাব ছিল না। কিন্তু ডার্বির আগে সমর্থকদের আশা জোগাতে ব্যার্থ ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: মোহনবাগান ফেভারিট, তবে আমরা সেরাটা দেব, শুরুতেই বলে দিলেন ইস্টবেঙ্গল কোচ

গত মরশুমে নর্থ-ইস্ট ইউনাইটেড এবং কেরল ব্লাস্টার্সের হয়ে কাঁপানো ফুটবলার সল ক্রেস্পো এদিন মাঝমাঠে বল দখলের লড়াইয়ে বারবার হেরে যান। যা ডার্বির আগে সমর্থক-সহ কর্মকর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। কেরল ব্লাস্টার্সের আর এক মিডফিল্ডার গুইতে পেকা এই মরশুমে লাল-হলুদ ব্রিগেডে যোগ দিলেও তিনিও নজর কাড়তে ব্যর্থ।

গত মরশুমে ভারতীয় ফুটবল সার্কিটে সবচেয়ে নজরকাড়া ফুটবলার ছিলেন নন্দকুমার। কিন্তু রবিবার বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আশানুরূপ ছন্দে দেখা গেল না তাঁকে। তবে এদিন নজর কাড়লেন ভারতীয় লেফট উইঙ্গার নাওরেম মহেশ। বাংলাদেশের বক্সে একের পর এক ক্রস সাজিয়ে দিচ্ছিলেন তিনি কিন্তু গোল ব্যাবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনজোৎ সিং খাবরা।  তবে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে একের এক বল মিস করে দিনশেষে কার্যত ভিলেন মন্দার দেশাই।

গতকাল শহরে পা রেখেছিলেন অস্টেলিয়ার মিডফিল্ডার জর্ডন এলসি। এদিন তাঁকে পাঁচ নম্বর পরিবর্ত হিসেবে মাঠে নামিয়ে দেন কোচ কার্লোস। মূলত তাঁর ভুলেই ৮৬ মিনিটে বাংলাদেশ আর্মির হয়ে প্রথম গোল করেন মহম্মদ ইমান।পরে সাংবাদিকদের সামনে কার্লোস জানান, ‘জর্ডন পুরোপুরি ফিট। আজকে ম্যাচে নামার মত পরিস্থিতিতে ছিল ও।’

রবিবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে লাল-হলুদ বাহিনী। একের পর এক আক্রমণে বিপর্যস্ত করে দেন পদ্মাপারের সৈনিকদের। কিন্তু ২-০ গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দলে একের পর এক পরিবর্তন আসায় খেই হারিয়ে ফেলে মশাল বাহিনী।

উল্লেখ্য, আসন্ন ১২ তারিখ ডার্বির আগে এটি বড় ম্যাচ ছিল কার্লোসের হাতে নতুন দলকে ঝালিয়ে নেওয়ার জন্য। এদিন সেই লক্ষ্যে কিছুটা হলেও সফল হয়ত তাই ধরা দিল আজকে তাঁর বাচনভঙ্গিতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পরপর ৪টি গাড়ির ধাক্কা, লরির নিচে চাপা পড়ে আহত ১৬, পৃথক দুর্ঘটনায় মৃত ১ মেষে আজ শুক্রের অস্ত যাওয়ায় ৩ রাশির বাড়বে রোজগার, ঘুচবে অভাব, কর্মে হবে উন্নতি ‘শাহরুখের হাতে যিনি তাবিজ বেঁধে দেন, ও আসলে আমার দিদি নিখাত’, পরিচয় করালেন আমির বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর প্রকাশ্যে UPSC সিভিল সার্ভিসেসের মার্কশিট! ১০৯৯ নম্বর পেয়েও গড়তে পারেননি রেকর্ড ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি High Blood Pressure: জল খেলে কি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে জি বাংলার পর্দাতেই ফিরছেন ‘গৌরী’ মোহনা, বিপরীতে থাকছেন এই হ্যান্ডসাম, কবে শুরু? কোচবিহার-রায়গঞ্জ নিয়ে স্বপ্ন বুনছে তৃণমূল, সংখ্য়ালঘু ভোট ঘুরিয়ে দিতে পারে খেলা! কলকাতা স্টেশনে উদ্ধার প্রচুর বৈদেশিক মুদ্রা, পাচারের আগেই ধৃত বাংলাদেশি নাগরিক

Latest IPL News

বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো সবটাই TRP পাওয়ার জন্য… কোহলির সঙ্গে নিজের খারাপ সম্পর্ক নিয়ে কী বললেন গম্ভীর? ‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.