বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আইএসএলের প্রথম ম্যাচ খেলতে কেরল পৌঁছাল ইস্টবেঙ্গলের ২৭ সদস্যের দল

আইএসএলের প্রথম ম্যাচ খেলতে কেরল পৌঁছাল ইস্টবেঙ্গলের ২৭ সদস্যের দল

কেরল পৌঁছাল ইস্টবেঙ্গলের ২৭ সদস্যের দল (ছবি-ইস্টবেঙ্গল টুইটার)

বাংলায় বিজয়া দশমীর দিন বুধবার কেরল উড়ে গেল গোটা দল। কেরলে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তাদেরকে সোজা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি বজায় রেখে স্টিফেন কনস্টানটাইনের ছেলেদের কপালে তিলক কেটে, উত্তরীয় পরিয়ে, ফুল দিয়ে অভিবাদন জানিয়ে হোটেলে প্রবেশ করান সেখানকার কর্মীরা।

শুভব্রত মুখার্জি: আইএসএলের আসন্ন মরশুমের প্রথম ম্যাচ খেলতে কেরল পৌঁছাল ইস্টবেঙ্গল দল। বাংলায় বিজয়া দশমীর দিন অর্থাৎ বুধবার কেরল উড়ে গেল গোটা দল। কেরলে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তাদেরকে সোজা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি বজায় রেখে স্টিফেন কনস্টানটাইনের ছেলেদের কপালে তিলক কেটে, উত্তরীয় পরিয়ে, ফুল দিয়ে অভিবাদন জানিয়ে হোটেলে প্রবেশ করান সেখানকার কর্মীরা।

প্রসঙ্গত ২৭ সদস্যের দল নিয়ে কেরল পৌছেছে ইস্টবেঙ্গল। দলে ৩ গোলকিপারের পাশাপাশি রয়েছেন ৪ স্ট্রাইকারও। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে কোচিতে। ৭ অক্টোবর তারা এই মরশুমের আইএসএলে তাদের প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স এফসি। দুই বছর করোনার কারণে ভিন্ন ফর্ম্যাটে খেলা হয়েছে আইএসএল। এবার থেকে ফের ফিরে আসছে হোম এবং অ্যাওয়ে ম্যাচের ফর্ম্যাট। ফলে স্বাভাবিকভাবেই নবম মরশুমকে নিয়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন… চার বছর পর শোনা জেতার সুযোগ স্মৃতিদের, ২০২৬-এর কমনওয়েলথ গেমসে থাকছে ক্রিকেট

কোভিড পরবর্তী সময়ে এই প্রথমবার প্রতি ম্যাচেই স্টেডিয়ামে প্রবেশাধিকার রয়েছে দর্শকদের। গতবারের রানার্স আপ দল কেরল ব্লাস্টার্স কোচির জহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসির। সমর্থকরা যাতে আরও বেশি করে স্টেডিয়ামে আসেন, সে কথা মাথাতে রেখেই এবারের সূচিতে বেশিরভাগ ম্যাচ সপ্তাহান্তে রাখা হয়েছে‌। এই বছর নয়া প্লেঅফ ফর্ম্যাটে খেলা হবে। লিগ পর্যায়ের শেষে ক্রমতালিকায় থাকা প্রথম দুটি দল সরাসরি খেলবে সেমিফাইনালে। আর তৃতীয়-ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর মধ্যে একটি করে ম্যাচ খেলে নির্ধারিত হবে বাকি দুই সেমিফাইনালিস্ট। ফলে স্বাভাবিকভাবেই এই বছর বাড়ছে আরও দুটি ম্যাচ।

আরও পড়ুন… AUS vs WI 1st T20I: ফিঞ্চের ঠুকঠুকে ইনিংসে ঘরের মাঠে কষ্ট করে জয় অস্ট্রেলিয়ার

আসুন একনজরে দেখে নেওয়া যাক এই মরশুমের আইএসএলের ২৭ সদস্যের ইমামি ইস্টবেঙ্গল স্কোয়াড :-

∆ গোলরক্ষক :

পবন কুমার , নবীন কুমার, কমলজিত সিং

∆ ডিফেন্ডার :

সার্থক গলুই, মহম্মদ রাকিপ, ইভান গঞ্জালেস, কিরিয়াচু, অঙ্কিত মুখার্জি, প্রীতম কুমার সিং, জেরি লালরিনজুয়ালা, নবী হুসেন খান, লালচুঙ্গনুঙ্গা

∆ মিডফিল্ডার :

অমরজিত সিং, তুহিন দাস, অ্যালেক্স লিমা, অ্যাঙ্গোউসানা, সৌভিক চক্রবর্তী, মহেশ সিং নাওরেম, জর্ডন ডোহার্টি, মোবাসির রহমান, অঙ্কিত যাদব, সুমিত পাস্সি, হিমাংশু জ্যাঙ্গরা

∆ স্ট্রাইকার :

এলিয়ান্ড্রো, ক্লেইটন সিলভা, ভিপি সুহের, সেম্বই হাওকিপ

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শামি হয়ে গেলেন শামিত! নাম ও তথ্য বিভ্রাট CAB-র অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফাঁস গম্ভীর-রোহিতের টপ সিক্রেট! ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে কালীঘাটে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান, চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.