বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EBFC vs MBSG: পরের রাউন্ডে উঠেছি, সেমিফাইনাল খেলব, এটা বেশি গুরুত্বপূর্ণ- জোড়া গোল করেও আশ্চর্যরকম উচ্ছ্বাসহীন ক্লেটন

EBFC vs MBSG: পরের রাউন্ডে উঠেছি, সেমিফাইনাল খেলব, এটা বেশি গুরুত্বপূর্ণ- জোড়া গোল করেও আশ্চর্যরকম উচ্ছ্বাসহীন ক্লেটন

ক্লেটন সিলভা।

এত দিন পর্যন্ত ডার্বিতে গোল ছিল না ব্রাজিলীয় ক্লেটন সিলভার। অবশেষে সেই আক্ষেপ মিটেছে শুক্রবার। সুপার কাপের ডার্বিতে নামার আগে থেকেই তেতে ছিলেন ক্লেটন। শেষমেশ জোড়া গোল করে, তিনিই ডার্বির রং বদলানোর নায়ক হয়ে গেলেন।

ইস্টবেঙ্গলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্লেটন সিলভা। বারবার তিনি লাল-হলুদের ত্রাতা হয়ে উঠছেন। তবে ডার্বিতে গোল করতে না পারার আফসোসটা থেকেই গিয়েছিল ক্লেটনের। এত দিন পর্যন্ত ডার্বিতে গোল ছিল না ব্রাজিলীয় ক্লেটন সিলভার। অবশেষে সেই আক্ষেপ মিটল শুক্রবার। সুপার কাপের ডার্বিতে নামার আগে থেকেই তেতে ছিলেন ক্লেটন। শেষমেশ জোড়া গোল করে, তিনিই ডার্বির রং বদলানোর নায়ক হয়ে গেলেন।

এই নিয়ে আইএসএলে পাঁচ গোল। সুপার কাপে চার- মোট নয় গোল করে ফেলেন ক্লেটন। তবে ডার্বিতে জোড়া গোল করার পরেও, ক্লেটনের মধ্যে এতটুকু বাড়তি উচ্ছ্বাস দেখা গেল না। মাঠে তাঁকে ট্রেডমার্ক সেলিব্রেশন করতে দেখা গেলেও, নব্বই মিনিটের শেষে অদ্ভূত শান্ত ব্রাজিলীয় স্ট্রাইকার। তাতে অবশ্য সমর্থকদের ভালোবাসার অত্য়াচারের হাত থেকে বাঁচতে পারলেন না। তাঁকে ঘিরে আবেগে ভাসল লাল-হলুদ।

ক্লেটন অবশ্য নিজের গোলের থেকেও দলের জয়কে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘এই ম্যাচ জেতায় আমি খুশি। সবাই এই ডার্বির গুরুত্ব জানে। তবে তিন পয়েন্ট পেয়ে আমি সবচেয়ে খুশি। আমরা পরের রাউন্ডে যেতে পেরেছি। সেমিফাইনাল খেলব। শুধুমাত্র আমার জন্য নয়, দলের সবার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো খেলতে পেরে খুশি। আমি সব ম্যাচেই গোল করতে চাই। জানি, ডার্বি সব সময়েই স্পেশ্যাল। কিন্তু এটা আমার ক্যারিয়ারে আর পাঁচটা গোলের মতোই, এটাও আরও একটা গোল।’

গত পাঁচ মাসে তিনটি ডার্বির মধ্যে দু’টিতে জিতল ইস্টবেঙ্গল। সেই দু’টিতেই গোল করেছেন নন্দকুমার। প্রথমটিতে টানা আটটি ডার্বিতে হারের পর জিতেছিল ইস্টবেঙ্গল। আর শুক্রবার তাঁর গোলে এগিয়ে গিয়েছিল তারা।

সাধারণত ইস্টবেঙ্গলে বাঁ দিক থেকে আক্রমণে ওঠেন নওরেম মহেশ। কিন্তু তিনি জাতীয় দলে ব্যস্ত থাকায় সেই দায়িত্ব এসে পড়েছে নন্দকুমারের উপর। কোচের আস্থার মান রেখেছেন তিনি। বাঁ-দিক থেকে বেশ কয়েক বার আক্রমণে উঠেছেন। এক বার গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু জালে বল জড়ানো হয়নি।

সেই আক্ষেপ মিটে যায় দ্বিতীয়ার্ধে। ডান দিকে বল পেয়ে গিয়েছিলেন ক্লেটন সিলভা। তিনি কিছুটা এগিয়ে বাঁ পায়ে শট করেন। অর্শ আনোয়ারকে পরাস্ত করে বল বারে লাগে। ক্লেটনকে অনুসরণ করে গোলের কাছেই উঠে আসেন নন্দ। বল বারে লেগে ফিরতেই ফাঁকা জালে বল জড়িয়ে দেন। ম্যাচের পর নন্দকুমার বলেন, ‘ডার্বিতে গোল করতে পেরে আমি ভাগ্যবান। বড় ম্যাচে এটা আমার দ্বিতীয় গোল। খুব ভালো লাগছে। আমাদের দল এবং ফ্যানদের জন্য খুবই ভালো।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু করলেই হবে না, বাংলার এই সরকারি কর্মীদের কাজের মানের মূল্যায়নও হবে এবার! IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার মে মাসের এই দিনে হ্যারি পটার ডে পালন করা হয়? কেন জানেন টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! জুলাই থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান, 'এমন সব জিনিস থাকবে...', জানুন ফিচার ভোটের মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল, বিজ্ঞপ্তি রাজ্য অর্থ দফতরের স্পষ্ট নুসরতের বক্ষবিভাজিকা! স্ট্রেচমার্কস স্পষ্ট, কার নাম লেখালেন গোপন স্থানে মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন একটু পরেই মাধ্যমিকের ফলপ্রকাশ! কীভাবে দেখবেন? এখানেই দেখা যাবে নিজের রেজাল্ট

Latest IPL News

IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.