বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় লিভারপুলের, মরশুমের প্রথম জয় পেল নিউক্যাসেল

EPL 2021-22: শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় লিভারপুলের, মরশুমের প্রথম জয় পেল নিউক্যাসেল

শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর ওরিগির সঙ্গে সালাহ ও ট্রেন্টের সেলিব্রেশন। ছবি- টুইটার (@LFC)। 

লিগ তালিকায় দুইয়ে রয়েছে লিভারপুল, ১৯ নম্বরে উঠে এল নিউক্যাসেল।

শুভব্রত মুখার্জি

ওয়েস্ট হ্যাম দুবার ম্যাচে পিছিয়ে পড়েও চেলসিকে হারানোর পরপরেই সুযোগের পূর্ণ ব্যবহার করে শেষ মুহূর্তের গোলে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকায় চেলসিকে পিছনে ফেলে দিল লিভারপুল।পাশাপাশি চলতি মরসুমের প্রথম জয় তুলে নিল নিউক্যাসেল ইউনাইটেডও।

মলিনিওতে গোটা ম্যাচ জুড়ে অসংখ্য সুযোগ নষ্ট করার ফলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে পয়েন্ট হারানোর আশঙ্কায় ছিল লিভারপুল। তবে বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দুই দলের ব্যবধান গড়ে দিলেন সেই ডিভক ওরিগি। প্রিমিয়র লিগে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ১-০ গোলে জিতল লিভারপুল। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ওরিগি।

প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে নেওয়া লিভারপুল ফুটবলারদের চার শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। এই সময়ে বড় সুযোগটা পেয়েছিলেন লিভারপুলের দিয়োগো জোটা। কিন্তু বিপক্ষের দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। তবে সবচেয়ে বড় সুযোগটা পান মহম্মদ সালাহ। ফাঁকা গোলে অ্যান্ড্রু রবার্টসনের বলে কার্যত ট্যাপ ইন করলেই এগিয়ে যেত রেডসরা। কিন্তু রোমান সাইসের একবারে নিখুঁত ট্যাকেলে তা করতে ব্যর্থ হন লিভারপুলের তারকা ফরোয়ার্ড।

৬০তম মিনিটে তাঁর জন্মদিনে উপহারস্বরূপ উলভস গোলরক্ষক জোসে সার ভুলে জোটা গোল করার এক দারুণ সুযোগ পেয়ে যান। বলের নিয়ন্ত্রণ নিতে পোস্টে ছেড়ে বেরিয়ে আসেন স্বাগতিক গোলরক্ষক। সেই অবস্থায় বল পেয়ে ফাঁকা পোস্টের দিকে এগিয়ে যান জোটা তবে গোললাইনে দাঁড়িয়ে যাওয়া দুই ডিফেন্ডারের মধ্যে লিভারপুলেরই প্রাক্তনী কর্নার কোডির গায়ে বল মেরে বসেন তিনি। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে দলকে জেতানোর সুযোগ আসে সাদিও মানের সামনে।ও সেনেগালের এই ফরোয়ার্ড বাইরে বল মেরে বসেন।

তবে পাঁচ মিনিট ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নেমে লিভারপুল হয়ে ১১ নম্বর বার গোল করে ওরিগি মার্সিসাইডারদের মূল্যবান তিন পয়েন্ট এনে দেন। ভ্যান ডাইকের ডায়াগনাল থেকে বলে পেয়ে ডান দিক দিয়ে ভেতরে ঢুকে সালাহ পাস বাড়ান, বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে জড়িয়ে দেন দ্বিতীয়ার্ধে জর্ডন হেন্ডারসনের পরিবর্তে নামা ওরিগি। এই জয়ের ফলে ১৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হল ৩৪। তারা বর্তমানে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে।

এদিকে চলতি প্রিমিয়র লিগে আরেক রেলিগেশন যুদ্ধে থাকা দল বার্নলের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেল নিউক্যাসেল ইউনাইটেড। এডি হাওয়ের দল স্ট্রাইকার ক্যালাম ইউলসনের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে। প্রথম জয়ের সুবাদে ম্যাগপাইজরা লিগ তালিকার শেষ স্থান থেকে এক ধাপ ওপর উঠে এসেছে। তাদের ঠিক আগে ১৮ নম্বরে থাকা বার্নলের সঙ্গে সমানসংখ্যক ১০ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানের জেরে ১৯ নম্বরে রয়েছে নিউক্যাসেল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC

Latest IPL News

ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.