কাতার বিশ্বকাপে এবার ঘোষিত হল স্পেনের খেলোয়াড় তালিকা। এবার অনেকটাই নবীন স্কোয়াড প্রস্তুত করেছেন লুই এনরিকে।
নভেম্বর ২৩ থেকে শুরু হবে স্পেনের ২০২২ বিশ্বকাপের যাত্রা। এই বছর এনরিকের স্পেন থেকে বাদ পড়েছেন বিশ্ব ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। ২৬ জনের এই বিশ্বকাপ স্কোয়াডে নেই রক্ষণভাগের সার্জিও রামোস এবং গোলরক্ষক ড্যাভিড ডে হেয়া।
২০১০ বিশ্বকাপে জয়ী হয় স্পেন। সেই বিশ্বকাপে রক্ষণভাগে পুইয়লের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় পাওয়া গেছিল রামোসকে। পরবর্তীতে ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপেও স্পেনের রক্ষণভাগ নিজের সম্পূর্ণ দখলে রেখেছিলেন তিনি। এবার তালিকায় তাঁর নাম না থাকায়, সমর্থকদের প্রশ্নের নিশানা এনরিকের দিকে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে ভাল ফর্মে দেখা যাচ্ছে ডে হেয়াকে। ম্যান ইউয়ের শেষ ক'টি ম্যাচে তাঁর ভূমিকা রীতিমতো আলোরণ ফেলেছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। ২০২২ বিশ্বকাপে তাঁদের দলে না রাখা স্পেন দলের ভরাডুবির কারণ হতে পারে বলেই মনে করছেন সমর্থকদের একাংশ।
১৯৭৪ সাল থেকে টানা বিশ্বকাপে অংশগ্রহণ করছেন স্পেন। এটি তাঁদের ১৬ তম বিশ্বকাপ।
২০১৮ বিশ্বকাপে রাশিয়ার কাছে পেনাল্টিতে পরাজিত হয় স্পেন। তারপরই জাতীয় দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় জুলিয়ান লোপেটেগুইকে।
এই বিশ্বকাপে মরুশহরের মাঠে স্পেন দলে থাকবে না থিয়াগো অ্যালাকানটারা, ডে হেয়া, সার্জিও রামোস এবং মার্কোস অলোনসো। এবার স্প্যানিশ রক্ষণভাগের সম্পূর্ণ খোলনলচে পাল্টে দিলেন এনরিকে। পুরোনোদের বদলে স্থান পেল নবীনরা।
স্পেনের তালিকায় রামোসের পাশাপাশি এবার থাকছে না পিকেও। রামোস এবং পিকে দুজনেই বিশ্বকাপ জয়ী স্পেন দলের অংশ ছিলেন। সেই দলের অধিকাংশকেই এবার মাঠে দেখা যাবে না। শুধু থাকবেন সার্জিও বুস্কেটস। অন্যদিকে রিয়াল সোশিয়াদ অধিনায়ক মাইক ওয়ারজাবাল থাকছেন না এই বিশ্বকাপে।
এই বিশ্বকাপে এনরিকে এবং স্পেন সমর্থকদের কাছে ভরসার মুখ ২০ বছরের আনসু ফাতি। সঙ্গে রয়েছে অ্যালভারো মোরাটা, ফেরান টোরেজ, মার্কো এসেনসিও।
মাঝমাঠে এবার জাভি-ইনিয়েস্তা জুটির মতো দেখা যেতে পারে গাভি-পেড্রি জুটিকে।
স্পেনের ঘোষিত খেলোয়াড় তালিকা:
গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ড্যাভিড রায়া
রক্ষণভাগ: সিজার অ্যাজপিলিকুটা, ড্যানি কারভাহাল, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ টোরেজ, আয়মেরিক লাপোর্টে, জর্ডি আলবা, হোসে গায়া
মাঝমাঠ: সার্জিও বুস্কেটস, রড্রি হার্নান্দেজ, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্টে, পেড্রি গঞ্জালেস, কোকে রেসুরেসিওঁ
স্ট্রাইকার: ফেরান টোরেজ, নিকো উইলিয়ামস, ইয়েরিমি পিনো, অ্যালভারো মোরাটা, মার্কো এসেনসিও, পাবলো সারাবিয়া, ড্যানি ওলমো, আনসু ফাতি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।