আইএসএল টেবলের দুই এবং তিনে থাকা দুই দল হায়দরাবাদ এফসি এবং এটিকে মোহনবাগান আজ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে শেষ করেছে হায়দরাবাদ। আর ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করেছে এটিকে মোহনবাগান।
দুই দলের লিগের ম্যাচের ফল: হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে লিগ পর্বের দু'টি ম্যাচের মধ্যে একটিতে এটিকে মোহনবাগান ড্র করেছিল। অপর ম্যাচটি ২-১ জিতেছিল। সেমির প্রথম লেগেও জয়ের ধারাই ধরে রাখতে চাইবে জুয়ান ফেরান্দোর টিম।
দুই দলের শেষ ম্যাচের ফল: লিগের শেষ ম্যাচে জামশেদপুর এফসি-র কাছে ০-১ হেরেছে এটিকে মোহনবাগান। অন্যদিকে হায়দরাবাদ এফসি ২-১ হারিয়েছিল মুম্বই সিটি এফসি-কে। লিগের শেষ ম্যাচ হেরে কিছুটা হলেও মানসিক ভাবে পিছিয়ে থাকবে এটিকে মোহনবাগান।
আপাতত দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি-র লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ: ১২ মার্চ, ২০২২ (শনিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম (ব্যাম্বোলিম, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।