প্রিমিয়র লিগে বড়ো ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হোম ম্যাচে হারের মুখ দেখতে হল তাদের। শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ পকেটে তুলতে পারল না এরিক টেন হাগের ছেলেরা। একেবারে তীরে এসে তরী ডোবার মতো ব্যাপার। ফুলহ্যামের বিরুদ্ধে তারা শেষ করল ২-১ গোলে হেরে। এদিন কড়া টক্কর দেওয়া সত্ত্বেও ম্যাচে ফিরতে পারল না তারা। কোনও ভাবেই ভাঙতে পারেনি মার্কো সিলভার ছেলেদের রক্ষণভাগ। এই হারের ফলে বড় ধাক্কা খেল ম্যান ইউ। পাশাপাশি, জয় পেয়ে পয়েন্ট টেবিলে বদল ঘটাতে সফল হলো ফুলহ্যাম। এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে লিভারপুল এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল।
শনিবার, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে হোম টিম ম্যান ইউনাইটেড মুখোমুখি হয় ফুলহ্যামের। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ জিততে না পারার জেরে হতাশা নিয়ে মাঠ ছাড়েন দর্শক। প্রথমার্ধে কোনও গোল না হলেও, দ্বিতীয়ার্ধ উত্তেজনার ম্যাচ হয়।
এদিন ম্যাচ শুরু হতেই আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে তাকে দুই দল। প্রথম ২০ মিনিটের মাথায় দুই দলই পেয়েছিল একটি করে সুযোগ, তবে কাজে লাগাতে পারেনি কেউই। প্রথমার্ধের শেষের দিকেও চিত্রটা ঠিক একই ছিল। ফের দুই দল, অর্থাৎ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম সুযোগ পায় গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু সুযোগগুলি পরিণত করতে পারেনি গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও একইভাবে আক্রমণ ও পালটা আক্রমণ চলতে থাকে দুই দলের তরফ থেকে। তবে ৬৫ মিনিটের মাথায় ফুলহ্যামের হয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন ব্যাসি। এরপর লাগাতার আক্রমণ করতে থাকে ম্যাঞ্চেস্টার এবং ৮৯ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান হ্যারি। তবে এদিন যেন ম্যাচটি লেখা ছিল ফুলহামের জন্যই। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গোল করেন অ্যালেক্স ইওবি। এই জয়ের সঙ্গে দীর্ঘ কুড়ি বছর বাদে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে জয় পেল ফুলহ্যাম। ম্যানইউর এই পরাজয়ের সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থানাধিকারী লিভারপুলের পর দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল।
ম্যাচ শেষে ম্যান ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগ এই হার প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, 'আমাদের ম্যাচের প্রথম মিনিট থেকেই সজাগ থাকা উচিত ছিল। তবে আমাদের ছেলেরা ভালো খেলা দেখিয়েছে এবং আমরা জিততে পারতাম ম্যাচটি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।