ডেভিড লালানসাঙ্গাকে মরশুম শুরুর আগে ক'জনই বা চিনতেন। কিন্তু তিনি এখন মহমেডানের চোখের মণি। কলকাতা ফুটবলকে কাঁপিয়ে দেওয়া জনপ্রিয় এক নাম হয়ে উঠেছেন গত কয়েক মাসের মধ্যেই। আইজল থেকে মহমেডানে এসে তিনি রঙিন করে দিয়েছেন সাদা-কালো ক্লাবকে। দুরন্ত ছন্দে কলকাতা লিগে ২১ গোল করে ফেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ডেভিড।
তবু তাঁর মনে বড় আক্ষেপ। কলকাতা লিগে ভালো পারফরম্যান্সের সুবাদে যখন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে ডাক পেয়েছেন সুহেল, নামতেরা, তখন চোখধাঁধানো পারফরম্যান্স করার পরেও উপেক্ষিত থেকে গিয়েছেন ডেভিড। আর মহমেডানকে লিগ চ্যাম্পিয়ন করার পরে সেই আক্ষেপের কথাটাই যেন মুখ থেকে বের হয়ে এসেছে ডেভিডের। তিনি বলেন, ‘সুযোগ পেলে ভারতীয় দলের জার্সিতে খেলতে চাই।’
আরও পড়ুন: লিগ জয়ের হ্যাটট্রিক করে ইতিহাস লিখল মহমেডান, ইস্টবেঙ্গলের আশায় জল ঢেলে হারল মোহনবাগান
এই স্বপ্ন তো দেখেন সব ফুটবলারই। ডেভিডের স্বপ্ন দেখাটাই তো স্বাভাবিক। তার পরে অবশ্য নিজেও বলেন, ‘সব ফুটবলারেরই এটা স্বপ্ন থাকে।’ আর সেই স্বপ্ন পূরণ লক্ষ্যে নতুন লড়াই শুরু করে দিতে চান ডেভিড। আরও কঠোর পরিশ্রম করে নিজেকে আরও প্রমাণ করতে চান। তবে আপাতত মহমেডানকে চ্যাম্পিয়ন করতে পেরেই তিনি উচ্ছ্বসিত। বলেন, ‘আমি খুশি। সমর্থকেরা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি গোল করলে সাপোর্টাররা খুশি হয়। এটাই আমার মোটিভেশন। আমি টানা গোল করে যেতে চাই।’
আরও পড়ুন: গোলের সুযোগ নষ্ট করাটা হায়দরাবাদ ম্যাচের আগে চিন্তায় ফেলে দিয়েছে ইস্টবেঙ্গলের হেডস্যারকে
গোল এবং ট্রফি মাকে উৎসর্গ করেন আইজলের তরুণ। এত সাফল্য পাবেন, নিজেও কি লিগের শুরুতে ভেবেছিলেন? ডেভিড বলেন, ‘আমার উপর কোনও চাপ ছিল না। আমি নিজের সেরাটা দিয়েছি। তাতেই পরপর গোল এসেছে। লিগের শুরুতেই আমি হ্যাটট্রিক করি। এটাই আমাকে আরও মোটিভেট করে দেয়। এরপর আমি টানা গোল পেয়েছি।’
ট্রেভর জেমস মর্গ্যানের পর দ্বিতীয় বিদেশি কোচ হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করলেন আন্দ্রে চের্নিশভ। তবে তিনি কোনও কৃতিত্ব নিতে চাননি। তিনি এগিয়ে নেন সহকারী কোচ শাহিদ রামনকে। চের্নিশভ বলেন, ‘আমি দেরি করে এখানে এসেছিলাম। তাই কলকাতা লিগ জয় নিয়ে কিছু বলব না। শাহিদ রামন শুরু থেকে ছিলেন। উনি জানেন কী ভাবে এই দল গড়ে তুলেছেন। ওঁকে ছাড়া কলকাতা লিগ জিততে পারতাম না।’ রামন অবশ্য বলেন, ‘আমারও একার কোনও কৃতিত্ব নেই। দলটাই খুব ভালো। দলের প্রতিটা ফুটবলার, সাপোর্ট স্টাফ এই সাফল্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।