আই লিগে ফের বড়ো সাফল্য পেল রিয়াল কাশ্মীর এফসি। অ্যাওয়ে ম্যাচে একটি গুরুত্বপূর্ণ জয় পেল তারা। প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে শেষে ম্যাচ পকেটে পুড়লো ইশফাক আহমেদের ছেলেরা। চার্চিল ব্রাদার্স এফসির বিরুদ্ধে তারা শেষ করলো ২-০ ফলাফলে। এই জয়ের সাথে পয়েন্ট টেবিলে প্রথম সারিতে থাকার পাশাপাশি দাপটও অব্যাহত রাখলো। পাশাপাশি, ভালো খেলেও পরাজিত হয়ে চাপে পড়ল চার্চিল ব্রাদার্স এফসি ঘরের মাঠে হারলো তারা। কঠিন লড়াই করা সত্ত্বেও ম্যাচে ফিরতে পারলোনা তারা। কোনও ভাবেই ভাঙতে পারলো না রিয়াল কাশ্মীর এফসির রক্ষণভাগ।
রবিবার, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি, গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হোম টিম চার্চিল ব্রাদার্স এফসি মুখোমুখি হয় রিয়াল কাশ্মীর এফসি। প্রথম থেকে শেষ অবধি লড়াই করেও ম্যাচ জিততে না পারার জেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ে হোম ক্রাউড। প্রথমার্ধ জমজমাটি হলেও, দ্বিতীয়ার্ধ পুরোপুরি গেল রিয়াল কাশ্মীরের নামে।
এদিন ম্যাচ শুরু হতেই প্রথম থেকে আক্রমণে নামে চার্চিল ব্রাদার্স। বেশ কয়েকটি সুযোগ তৈরি হয় তাদের জন্য কিন্তু রিয়াল কাশ্মীরের শক্তিশালী রক্ষণভাগ তা রুখে দিতে সফল হয়। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে চিত্রটা পাল্টাতে শুরু করে। এবার আক্রমণে নামে ইশফাক আহমেদের ছেলেরা। তাদের জন্যও বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়, তবে সেটা সদ্ব্যবহার তারা করতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচ হাড্ডাহাড্ডি অবস্থায় ছিল। কিন্তু ৬৬ মিনিটের মাথায় প্রথম ধাক্কা খায় চার্চিল। রিয়াল কাশ্মীরের নোহেরে ক্রিজোর গোলে এগিয়ে যায় তারা। বিশ্বমানের গোল করেন তিনি। গোলরক্ষকের থেকে বল মাটিতে না গড়িয়েই গোল করেন তিনি। ৩৫ গজ দূর থেকে হাফভলিতে গোল করেন তিনি। এরপর সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে লাগাতার আক্রমণ করলেও সফল হয়নি চার্চিল ব্রাদার্স। কোনও ভাবেই ভেদ করতে পারেনি রিয়াল কাশ্মীরের রক্ষণভাগ। অবশেষে শেষ মুহূর্তে আরও একটি গোল আসে কাশ্মীরের তরফ থেকে। গোলটি করেন কেএস বায়ি। প্রসঙ্গত, রিয়াল কাশ্মীরের পরবর্তী ম্যাচ রয়েছে ইন্টার কাশির বিরুদ্ধে এবং চার্চিল ব্রাদার্স মুখোমুখি হবে গোকুলাম কেরালার।
উল্লেখ্য, আই-লিগের এটি ১৭তম মরসুম, যা শুরু হয়েছে অক্টোবর মাসের ২৮ তারিখে এবং চলবে ২০২৪ এপ্রিল পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১৩টি দল। এই মুহূর্তে টেবিল টপার মহমেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর এবং তৃতীয় স্থানে গোকুলাম কেরালা। এবার দেখার বিষয় শেষ অবধি পরবর্তী রাউন্ডে ওঠে কোন দলগুলি। কে করবে শেষে বাজিমাত? তা বলবে সময়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।