আইলিগ খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। আজ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে জিততে পারলেই চ্যাম্পিয়নশিপের আরও কাছে এগিয়ে যাবে সাদা কালো ব্রিগেড। সেই টার্গেট নিয়েই আজ অ্যাওয়ে ম্যাচে নেমেছে কলকাতার এই প্রধান। কিন্তু ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় গোল হজম করতে হয় মহমেডানকে। শ্রীনিধির হয়ে ৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ডেভিড মুনোজ।
শুরুতেই গোল হজম করায়, বেশ কিছুটা চাপে পড়ে যায় সাদা কালো শিবির। এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা দ্রুত কামব্যাকের মরিয়া চালিয়ে যেতে থাকে। কারণ এই ম্যাচ জিতে নিতে পারলেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাবে। ফলে সেই চাপ একটা যেমন রয়েছে, ঠিক তেমনই এই ম্যাচ হারলে কিছুটা হলেও বাকিদের সুযোগ থাকবে। ফলে এই ম্যাচ তারা যে যেন তেন প্রকারে জিততে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।
এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে শ্রীনিধি। যার ফলে বেশ কিছুটা চাপে পড়ে যায় মহমেডান। বিশেষ করে প্রথমেই গোল হজম করার পর ছন্দহীন হয়ে পড়ে। যদিও ঘুরে দাঁড়ানোর টার্গেট নিয়ে এগিয়ে যেতে থাকে তারা। তবে মাঝে মধ্যেই আক্রমণ করতে থাকে মহমেডান স্পোর্টিং। আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে এই ম্যাচ। কিন্তু গোলের মুখ দেখতে পারেনি মহম্মদ ইরশাদরা। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মহামেডান স্পোর্টিং।
দ্বিতীয়ার্ধেও মহামেডান মরিয়া হয়ে ওঠে সমতা ফেরানোর জন্য। কিন্তু কোনও ভাবেই তারা গোলের মুখ দেখতে পারেনি। অবশ্য কৃতিত্ব দিতে হবে বিপক্ষ দলের ডিফেন্ডারকে। প্রায় ৮৩ মিনিট পর্যন্ত মহমেডান গোলের দেখা পায়নি। ম্যাচের একেবারে শেষ প্রান্তে ৮৪ মিনিটের মাথায় গোল করেন মহম্মদ জসিম। তাতেই ম্যাচের একেবারে শেষের দিকে সমতা ফেরাতে সক্ষম হল মহমেডান। ফলে কিছুটা হলেও স্বস্তি পেল সাদা কালো ব্রিগেড। তবে এদিন দুই দলের ফুটবলাররাই একাধিক কার্ড দেখেন। এতেই স্পষ্ট হয়েছে, দুই দলই একে অপরকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ মুহূর্তে জসিমের গোল দলের হার বাঁচালো। প্রায় ১০ মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলে এদিন। কিন্তু আর গোল পায়নি মহমেডান। শ্রীনিধির বিরুদ্ধে ১-১ ড্র করল সাদা কালো ব্রিগেড। আজকের ম্যাচের পর ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি। তাদের পয়েন্ট ৩৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।