দীর্ঘদিন ধরেই চলছিল এই লড়াই। তবে এবার আইএফএ বনাম মোহনবাগান দ্বন্দ্ব নিলো অন্য মাত্রা। প্রায় একমাস আগে বকেয়া টাকা ও অসংবিধানিকভাবে পয়েন্ট কাটা নিয়ে আইএফএকে চিঠি পাঠিয়েছিল সবুজ-মেরুন শিবির। এমনকী হুমকি দেওয়া হয়েছিল আদালতে মামলা করারও। যার পরিপ্রেক্ষিতে আইএফএ সচিব অনির্বাণ দত্ত দাবি করেছিলেন যে নিয়ম মেনে পয়েন্ট কাটা হয়েছে এবং বকেয়া টাকা মেটানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।
কিন্তু এবার ফের চিঠি পাঠাল মোহনবাগান। মেল করে জিজ্ঞাসা করা হয় যে যখন কলকাতা লিগের সুপার সিক্স রাউন্ডে ডায়মন্ড হারবার ও খিদিরপুর এফসির বিরুদ্ধে তাদের ম্যাচ খেলাই হবেনা, সেটা আগে কেন জানানো হয়নি তাদের পক্ষ থেকে। এখানেই শেষ নয়, রাজ্য ফুটবল সংস্থার সংবিধানের ১৩ (১) ধারা উল্লেখ করে সংবিধানের ‘সফট কপি’ জুড়ে দেওয়া হয় মেলে। পাশাপাশি, তারা দাবি করেছে যে ফুটবলার না পাঠানোর জন্য দুই দলের শাস্তি পাওয়া উচিত।
যদিও এই বিষয় নিজের অবস্থান জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, 'দেখুন আমি এটা আগেও বলেছি এবং আজও বলছি যে আমরা যা করেছি সবকিছু সংবিধান মেনেই করেছি। সংবিধানের বাইরে একটাও কাজ করিনি। যেই দুটি ম্যাচ নিয়ে মোহনবাগান শিবির আমাদের চিঠি পাঠাচ্ছে, সেই ম্যাচগুলির কোনরকমের সূচি তৈরিই হয়নি এবং সেই কারণে আমাদের তরফ থেকে ওদের জানানোর প্রয়োজন মনে করা হয়নি। সূচি তৈরি করা হলে আমরা অবশ্যই জানাতাম ওদের।'
তবে চিঠির বিষয়বস্তু শুধু পয়েন্ট কাটা ছিল না। এবারেও ওঠানো হয় বকেয়া টাকা মেটানোর প্রসঙ্গ। তারা জানতে চান ফিন্যান্স কমিটির বক্তব্য এই প্রসঙ্গে। চিঠিতে লেখা, 'আমরা যেই বকেয়া টাকাটা পাবো, সেটি আপনাদের আমরা ফের মনে করিয়ে দিতে চাই। বহুদিন হলো তা আপনাদের কাছে পড়ে রয়েছে। গতবার আপনি জানিয়েছিলেন যে বিষয়টি ফিনান্স কমিটির সঙ্গে আলোচনা করবেন। আমরা আবারো আপনাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি যে এটি আমাদের ন্যায্য প্রাপ্য। দীর্ঘদিন ধরে আপনারা এটা আটকে রেখেছেন এবং এটি আপনাদের সম্মানের জন্য একেবারেই ভালো নয়। যদি আপনি ফিনান্স কমিটির সিদ্ধান্ত বলেন তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি।'
সেই প্রশ্নের উত্তরে অনির্বাণ দত্ত বলেছেন, 'দেখুন এই মুহূর্তে আমরা এটা নিয়ে বিশেষ কিছু করতে পারবোনা। তবে শীঘ্রই ফিনান্স কমিটির সঙ্গে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে আমরা এই বিষয়টি নিশ্চয়ই তুলে ধরবো।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।