Mohammedan SC vs Churchill Brothers: গোয়ার মাটিতে এখনও পর্যন্ত আই লিগের কোনও অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি মহমেডান স্পোর্টিং। রবিবারেও সেই ছবিটা যেন বদলাল না। আসলে তেমনটা হতেই দিল না চার্চিল ব্রাদার্স। এদিনের ম্যাচে দুই দলই একে অন্যকে এক ইঞ্চি জমি ছাড়েনি। ফলে ৯০ মিনিটের লড়াইয়ের ফলাফল গোলশূন্য ড্র। এরফলে পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়লেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। যদিও এই ড্রয়ের পরও আই লিগ তালিকার শীর্ষেই থাকল মহমেডান। এই ম্যাচে নামার আগে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ ছিল মহমেডান স্পোর্টিং। এদিন ড্র করায় ১০ ম্যাচে তাদের সংগ্রহ হল ২৪ পয়েন্ট। সেখানে পরের দুই স্থানে থাকা শ্রীনিধি ডেকান ও রিয়াল কাশ্মীরের ১০ ম্যাচে রয়েছে ২০ পয়েন্ট।
এদিন শুরু থেকেই চার্চিল ব্রাদার্সের গোলমুখ খোলার চেষ্টায় আক্রমণ শানায় মহমেডান। তবে নিট ফল সেই শূন্যই ছিল। রবিবার চার্চিলের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান আরও বাড়ানোই উদ্দেশ্য ছিল মহমেডানের আস লক্ষ্য। যদিও মরিয়া চেষ্টা করেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারল না মহমেডান। এদিকে এদিন মহমেডানকে আটকে দিয়ে আই লিগে আন্দ্রে চের্নিশভের কাজটা খানিকটা মুশকিল করে দিলেন এডগার্ডোর ছেলেরা। রবিবার আই লিগে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই থামতে হল মহমেডানকে। অবশ্য ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। অপরাজিত তকমাও থাকল সাদা-কালো শিবিরের।
ম্যাচের কথা বললে, দুই দলই প্রথমার্ধে সে রকম সুযোগ তৈরি করতে পারেনি। এদিন মহমেডান ডিফেন্সকে বেশ জমাট দেখাল। তবে এদি হার্নান্দেসকে এ দিন মাঠে খুঁজে পাওয়া যায়নি। প্রথমার্ধের সংযুক্ত সময়ে অযথা মাথা গরম করে হলুদ কার্ডও দেখলেন এদি। ৩ মিনিটে আদিঙ্গার বাড়ানো লম্বা বল ডান দিকে পেয়ে যান লালরেমসাঙ্গা। তিনি বক্সের মধ্যে সেন্টার করলেও তা ধরার লোক খুঁজে পাওয়া যায়নি। এরপর বল গোলের লক্ষ্যে থাকলেও মির্জালল কাসিমোভের দূরপাল্লার শট কাজে আসেনি। ম্যাচের ২২ মিনিটে আর্জেন্তাইন ফরোয়ার্ড আলেক্সিস গোমেসের বাঁক খাওয়ানো শট বাঁচান চার্চিলের অভিজ্ঞ গোলরক্ষক ময়দানের পরিচিত মুখ শুভাশিস রায়চৌধুরী। বারেবারে আক্রমণ হলেও তা বক্সের মধ্যে এসেই শেষ হয়ে যাচ্ছিল।
দ্বিতীয়ার্ধে এদিকে তুলে নিয়ে ডেভিডকে এবং আঙ্গুসানার পরিবর্তে হুয়ান নেল্লারকে নামান রাশিয়ান কোচ। ৫৭ মিনিটে সুযোগ এসেও গিয়েছিল ডেভিডের কাছে, কিন্তু তিনি ক্রসপিসের অনেক উপর দিয়ে উড়িয়ে দেন। ৬১ মিনিটে আদিঙ্গার ক্রস থেকে ডেভিডের দুর্বল হেড হাতে চলে যায় শুভাশিসের। ৬৪ মিনিটে মাঠে নামেন গত ম্যাচের নায়ক বেনস্টন ব্যারেটো। কিন্তু তিনি দলকে জয় এনে দিতে পারেননি। ৭২ মিনিটে চার্চিলের কাছে সুযোগ এলেও তাঁরা গোল করতে পারেনি। শেষে হলুদ কার্ড দেখেন আদিঙ্গা। লিগের অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে নামধারী এফসি ২-১ গোলে হারিয়েছে ট্রাউকে। দু’টি গোল করেন সৌরভ ভানওয়ালা এবং মনবীর সিং। ট্রাউয়ের হয়ে একমাত্র গোলটি করেছিলেন দানিশ আরিবাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।