ফুটবল বিশ্বে এই মুহূর্তে সকলের নজরে তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার লিও মেসি। একা হাতে তিনি জিতিয়েছেন বহু ম্যাচ। ঝুলিতে গোলের সংখ্যাও অজস্র। এখানেই শেষ নয়, তিনি বহুবার জিতেছেন 'ব্যালন ডি'অর'র মতো সম্মানজনক পুরস্কারও। জাতীয় দলের হোক কি নিজের ক্লাব ইন্টার মায়ামির, সময়ের সঙ্গে সঙ্গে তিনি সকলের কাছে হয়ে উঠেছেন ভরসার লাঠি। তবে এবার তারকা স্ট্রাইকার খেলেন একটি বড় ধাক্কা। 'মেজর লিগ সকার' টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটি ফ্রেন্ডলি ম্যাচে তাঁর দল ইন্টার মায়ামি পরাজিত হল এফসি ডালাসের হাতে। আক্রমণাত্মক ফুটবল খেলেও শেষ হাসি হাসলো না তারা। শুরুতে গোল খেয়ে লাগাতার আক্রমণ করেও ডালাসের রক্ষণভাগ ভাঙতে সফল হল না মেসি বাহিনী।
আর এক মাসও সময় নেই। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই শুরু হবে 'মেজর সকার লিগ' টুর্নামেন্ট। ইতিমধ্যেই জয়কে পাখির চোখ করে প্রস্তুতিতে নেমে পড়েছে অংশগ্রহণকারী সবকটি দল। একই অবস্থা ইন্টার মায়ামির ক্ষেত্রেও। তবে টুর্নামেন্ট শুরুর আগে ফ্রেন্ডলি ম্যাচে হারের ফলে রীতিমতো চাপে পড়ে গেল তারা।
মঙ্গলবার, অর্থাৎ ২৩ জানুয়ারি, ডালাসের কটন বোল স্টেডিয়ামে হোম টিম এফসি ডালাস মুখোমুখি হয় ইন্টার মায়ামির। প্রথম থেকে শেষ অবধি কড়া টক্কর দিয়ে ম্যাচ জেতায় মুখে হাসি নিয়ে স্টেডিয়াম ছাড়েন সমর্থকরা। তবে অন্যদিকে হতাশ হয় মেসি ভক্তরা। ম্যাচ শুরু হতেই আক্রমণে নামে ডালাস। ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ফেরেরা। এরপর গোল খেয়ে আক্রমণে নামে মায়ামি। তবে বেশ কিছু সুযোগ তৈরি হলেও সেটার সদ্ব্যবহার করতে পারেনি তারা।
প্রথমার্ধে শেষের দিকে ডালাসের কাছেও আরও একটি গোল করার সুযোগ আসে। তবে তা রুখে দিতে সফল হয় মায়ামির ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধের চিত্রটাও প্রায় একই। লাগাতার আক্রমণ আসতে থাকে মেসিদের তরফ থেকে। কিন্তু ডালাসের রক্ষণভাগ তাদের সফল হতে দেয়নি গোল করতে। ১-০ ফলাফলে মাঠ ছাড়ে দুই দল। একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম থেকে বের হন মেসি ভক্তরা। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে ডালাসের বিরুদ্ধে হার কিছুটা হলেও হতাশ করল মায়ামির সমর্থকদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।