একেবারে রুদ্ধশ্বাস ম্যাচ। ডার্বির পর কোচিতে একেবারে রোমাঞ্চকর ম্যাচে দুর্ধর্ষ জয়। বুধবার কেরালা ব্লাস্টার্সকে ৪-৩ গোলে হারায় মোহনবাগান। জোড়া গোল করেন আর্মান্দো সাদিকু। বাকি দু'টি গোল দীপক টাংরি এবং জেসন কামিন্সের। তাতেও পুরোপুরি খুশি নন মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। তাঁর দাবি, আরও তিন গোল হওয়া উচিত ছিল।
ম্যাচের পর হাবাস বলেন, ‘আমাদের আরও তিন গোল করা উচিত ছিল। জেসন, লিস্টন গোলের ভালো সুযোগ পেয়েছিল। তবে আমরা যখন নাগাড়ে আক্রমণে উঠছিলাম, তখন রক্ষণে অনেক ফাঁকা জায়গা থেকে যাচ্ছিল। যা কাজে লাগাতে পারত প্রতিপক্ষ। দলের ছেলেদের বলব, ভবিষ্যতে আরও দ্রুত যাতে এই জায়গাগুলো কমিয়ে আনা যায়, সেই চেষ্টা করতে।’
বুধবার চলতি আইএসএলে টানা আটটি ম্যাচে অপরাজিত থাকল মোহনবাগান। যার মধ্যে তারা ছ’টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচ ড্র হয়েছে। এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল হাবাসের দল। এর মধ্যে আবার তিনটিতেই জয় পেল তারা। এই মরশুমে অ্যাওয়ে ম্যাচে এটি সাত নম্বর জয় মোহনবাগানের। চলতি লিগে এই ম্যাচেই সবচেয়ে বেশি সাতটি গোল হল। ব্লাস্টার্সও ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল খেল এই ম্যাচেই। টানা তিনটি ম্যাচে তিন বা তার বেশি গোল করল সবুজ-মেরুন বাহিনী। যা তাদের আইএসএল ইতিহাসে প্রথম।
তবে গোল পার্থক্যে উন্নতি করার জন্য এই ম্যাচটি ৪-০-তে জিততে চেয়েছিলেন বলে জানালেন হাবাস। তাঁর মতে, ‘এদিনের ম্যাচটা যে কঠিন হবে, তা আমরা জানতাম। উল্টোদিকে একটা ভালো দল ছিল। সমর্থকদের প্রচণ্ড চিৎকার। তার উপর তিন দিন আগেই ডার্বি খেলে লম্বা সফর করে এখানে এসেছি। এই অবস্থায় তীব্রতায় ভরা একটা ম্যাচ খেলা মোটেই সোজা ছিল না। আমাদের গোল পার্থক্য ভালো আছে ঠিকই, কিন্তু এই ম্যাচটা ৪-০-তে জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াটা অবশ্য আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
দিমিত্রি পেত্রাতোস নিয়মিত প্রথম এগারোয় থাকলেও সাদিকু ও কামিন্সকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন হাবাস। তবে তিন বিদেশি স্ট্রাইকারই গোলের মধ্যে থাকায় তিনি খুশি। হাবাস বলেছেন, ‘আমর অনেক সুযোগ তৈরি করেছিলাম, গোলও পেয়েছি। তিন স্ট্রাইকারেরই গোলের মধ্যে থাকাটা দলের পক্ষে ইতিবাচক। কখন কার চোট-আঘাত, কার্ড-সমস্যা হয়, ঠিক নেই। দিমি, জেসন, সাদিকু তিন জনেই ভালো খেলায় আমি খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।